নন্দীগ্রামে বিজেপি (BJP) কর্মী খুনে তৃণমূল কোনও ভাবেই জড়িত নয়। ওই জায়গাটা আদি ও নব্য বিজেপির দ্বন্দ্ব প্রবল। সেই থেকেই এই দুঃখজনক ঘটনা। মত তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষের (Kunal Ghsoh)। বৃহস্পতিবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল জানান, নন্দীগ্রামে ২০২১-এ লোডশেডিং করে বিতর্কিত ফল হয়। কিন্তু এর পরে নন্দীগ্রাম বিধানসভায় পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিপুল লিড রয়েছে। লোকসভাতেও সেটাই হতে চলেছে। ওই জায়গায় আদি ও নব্য বিজেপির মধ্যে প্রবল গোষ্ঠী কোন্দল। সেই থেকেই এই ধরনের ঘটনা ঘটতে পারে। এই ঘটনায় কোনও ভাবেই তৃণমূল জড়িত নয়। এলাকাকে অশান্ত করে কুৎসিত রাজনীতি কাজ করেছে কি না, তদন্তকারীরা খতিয়ে দেখুন- আর্জি কুণালের।
কুণাল ঘোষ (Kunal Ghsoh) অভিযোগ করেন, বিধানসভা ভোটে নন্দীগ্রামে অফিসার বদল করে, লোডশেডিং করে- ঘোষিত ফল বদলে দেওয়া হয়েছিল। সেই নন্দীগ্রামেই পঞ্চায়েত নির্বাচন থেকে ভোট ফিরে আসছে তৃণমূলে। সুতরাং সেখানে লোকসভা ভোটে জিততে শাসকদলের অশান্তি করার প্রয়োজন নেই- মত কুণালের। এটা সম্পূর্ণ বিজেপি গোষ্ঠী দ্বন্দ্বের ফল বলে দাবি তৃণমূল নেতার।