Sunday, November 16, 2025

বিজেপির আদি-নব্য কোন্দলেই নন্দীগ্রামে অশান্তি, তৃণমূল কোনওভাবেই জড়িত নয়: কুণাল

Date:

নন্দীগ্রামে বিজেপি (BJP) কর্মী খুনে তৃণমূল কোনও ভাবেই জড়িত নয়। ওই জায়গাটা আদি ও নব্য বিজেপির দ্বন্দ্ব প্রবল। সেই থেকেই এই দুঃখজনক ঘটনা। মত তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষের (Kunal Ghsoh)। বৃহস্পতিবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল জানান, নন্দীগ্রামে ২০২১-এ লোডশেডিং করে বিতর্কিত ফল হয়। কিন্তু এর পরে নন্দীগ্রাম বিধানসভায় পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিপুল লিড রয়েছে। লোকসভাতেও সেটাই হতে চলেছে। ওই জায়গায় আদি ও নব্য বিজেপির মধ্যে প্রবল গোষ্ঠী কোন্দল। সেই থেকেই এই ধরনের ঘটনা ঘটতে পারে। এই ঘটনায় কোনও ভাবেই তৃণমূল জড়িত নয়। এলাকাকে অশান্ত করে কুৎসিত রাজনীতি কাজ করেছে কি না, তদন্তকারীরা খতিয়ে দেখুন- আর্জি কুণালের।ষষ্ঠ দফায় নির্বাচনের আগেই রক্তাক্ত নন্দীগ্রাম। আদি-নব্য বিজেপি (BJP) দ্বন্দ্বে আতঙ্কিত স্থানীয়রা। বুধবার, গভীর রাতে দুষ্কৃতী হামলায় উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম (Nandigram)। সশস্ত্র বাইক বাহিনীর আক্রমণে মৃত্যু হয় সোনাচূড়ার বাসিন্দা রথীবালা আড়ির (Rathibala Ari)। তাঁর ছেলে সঞ্জয় আড়ির অবস্থাও আশঙ্কাজনক। তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকি ৭ জনের চিকিৎসা চলছে নন্দীগ্রামের সুপার স্পেশালিটি হাসপাতালে (Nandigram Super Speciality hospital)।

কুণাল ঘোষ (Kunal Ghsoh) অভিযোগ করেন, বিধানসভা ভোটে নন্দীগ্রামে অফিসার বদল করে, লোডশেডিং করে- ঘোষিত ফল বদলে দেওয়া হয়েছিল। সেই নন্দীগ্রামেই পঞ্চায়েত নির্বাচন থেকে ভোট ফিরে আসছে তৃণমূলে। সুতরাং সেখানে লোকসভা ভোটে জিততে শাসকদলের অশান্তি করার প্রয়োজন নেই- মত কুণালের। এটা সম্পূর্ণ বিজেপি গোষ্ঠী দ্বন্দ্বের ফল বলে দাবি তৃণমূল নেতার।






Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version