Sunday, November 16, 2025

বিজেপির আদি-নব্য কোন্দলেই নন্দীগ্রামে অশান্তি, তৃণমূল কোনওভাবেই জড়িত নয়: কুণাল

Date:

নন্দীগ্রামে বিজেপি (BJP) কর্মী খুনে তৃণমূল কোনও ভাবেই জড়িত নয়। ওই জায়গাটা আদি ও নব্য বিজেপির দ্বন্দ্ব প্রবল। সেই থেকেই এই দুঃখজনক ঘটনা। মত তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষের (Kunal Ghsoh)। বৃহস্পতিবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল জানান, নন্দীগ্রামে ২০২১-এ লোডশেডিং করে বিতর্কিত ফল হয়। কিন্তু এর পরে নন্দীগ্রাম বিধানসভায় পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিপুল লিড রয়েছে। লোকসভাতেও সেটাই হতে চলেছে। ওই জায়গায় আদি ও নব্য বিজেপির মধ্যে প্রবল গোষ্ঠী কোন্দল। সেই থেকেই এই ধরনের ঘটনা ঘটতে পারে। এই ঘটনায় কোনও ভাবেই তৃণমূল জড়িত নয়। এলাকাকে অশান্ত করে কুৎসিত রাজনীতি কাজ করেছে কি না, তদন্তকারীরা খতিয়ে দেখুন- আর্জি কুণালের।ষষ্ঠ দফায় নির্বাচনের আগেই রক্তাক্ত নন্দীগ্রাম। আদি-নব্য বিজেপি (BJP) দ্বন্দ্বে আতঙ্কিত স্থানীয়রা। বুধবার, গভীর রাতে দুষ্কৃতী হামলায় উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম (Nandigram)। সশস্ত্র বাইক বাহিনীর আক্রমণে মৃত্যু হয় সোনাচূড়ার বাসিন্দা রথীবালা আড়ির (Rathibala Ari)। তাঁর ছেলে সঞ্জয় আড়ির অবস্থাও আশঙ্কাজনক। তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকি ৭ জনের চিকিৎসা চলছে নন্দীগ্রামের সুপার স্পেশালিটি হাসপাতালে (Nandigram Super Speciality hospital)।

কুণাল ঘোষ (Kunal Ghsoh) অভিযোগ করেন, বিধানসভা ভোটে নন্দীগ্রামে অফিসার বদল করে, লোডশেডিং করে- ঘোষিত ফল বদলে দেওয়া হয়েছিল। সেই নন্দীগ্রামেই পঞ্চায়েত নির্বাচন থেকে ভোট ফিরে আসছে তৃণমূলে। সুতরাং সেখানে লোকসভা ভোটে জিততে শাসকদলের অশান্তি করার প্রয়োজন নেই- মত কুণালের। এটা সম্পূর্ণ বিজেপি গোষ্ঠী দ্বন্দ্বের ফল বলে দাবি তৃণমূল নেতার।






Related articles

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...

ছাত্রদের কাঁধে বন্দুক রেখে টলিউডে অন্য খেলা? 

ফিল্ম স্কুলের ছাত্র-ছাত্রীরা কমার্শিয়াল ছবি বানালে সে ক্ষেত্রে তাঁরা টলিউডের নিয়মকে বুড়ো আঙ্গুল দেখাতে পারেন কি? যখন সেই...

বৈঠকে নীতীশ-চিরাগ! বিহারে মন্ত্রিসভা গঠন নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত

সংখ্যাগরিষ্ঠতার বিচারে মুখ্যমন্ত্রিত্বের দাবিদার বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন বিহারে? তা নিয়ে ক্রমশ জলঘোলা শুরু। একদিকে নীতীশ কুমারের...

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...
Exit mobile version