Monday, August 25, 2025

পড়শি রাষ্ট্রের সাংসদ আনোয়ারুল আজিমকে (Bangladesh Awami League MP Md. Anwarul Azim) খুনের ঘটনায় ধৃত জিহাদ হাওলাদারকে ১২ দিনের CID হেফাজতের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার বনগাঁ থেকে গ্রেফতার করা হয় ভাড়াটে খুনিকে। গোয়েন্দারা এখনও নিহত সাংসদের কোনও দেহাংশ খুঁজে পাননি। সিআইডি সূত্রের খবর, বৃহস্পতিবার গ্রেফতার করার পর জিহাদকে ভাঙড়ের একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। আজিমকে খুনের পর সেখানেই দেহাংশ ফেলা হয়েছে বলে জেরায় উঠে এসেছে। কিন্তু এখনও সেখান থেকে কিছু না মেলায় তদন্তকারী অফিসারদের তরফে আদালতে ধৃতের হেফাজতের আবেদন করা হয়। জিহাদকে আরও জেরা করা প্রয়োজন মনে করেই বারাসত আদালত ১২ দিনের হেফাজতের রায় দেন।

আদালত সূত্রে খবর ১৪ দিনের হেফাজতের আবেদন করা হলেও তা ১২ দিনের জন্য মঞ্জুর হয়েছে। সিআইডি মনে করছে হানিট্র্যাপের শিকার হয়েছিলেন বাংলাদেশের সংসদ সদস্য। শিলাস্তি রহমান নামের এক মহিলাকে ঘুঁটি হিসেবে ব্যবহার করে সাংসদকে ফাঁদে ফেলা হয়েছিল। টোপ দিয়েই তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল নিউ টাউনের ওই আবাসনে, মনে করছেন গোয়েন্দারা। এই ঘটনায় বাংলাদেশ পুলিশ এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে। পশ্চিমবঙ্গ থেকে সিআইডির একটি দল বৃহস্পতিবারই ঢাকায় যায়। তদন্তকারীদের ধারণা খুনের অন্তত মাস দুয়েক আগে মুম্বই থেকে কলকাতায় আনা হয়েছিল জিহাদকে। জেরার মুখে তিনি স্বীকার করেছেন যে, প্রথমে আজিমকে শ্বাসরুদ্ধ করে খুন করা হয়। তারপর দেহ টুকরো টুকরো করে হাড় এবং মাংস আলাদা করা হয়। এখানেই শেষ নয় চামড়া ছাড়িয়ে নিয়ে তাতে হলুদ মাখিয়ে নেন অভিযুক্তেরা। একটি ফুটেজ প্রকাশ্যে এসেছে যেখানে দেখা গেছে নিউটাউনের ফ্ল্যাটে দুজন খালি হাতে ঢুকলে পরবর্তীতে যখন বেরচ্ছেন তখন ট্রলি ব্যাগ দেখা যায় তাঁদের হাতে। এতেই দেহ পাচার করা হয় বলে অনুমান। এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত, কেন এই নৃশংস হত্যাকাণ্ড, তা জানতে আগামী ১২ দিন জিহাদকে জেরা করার সুযোগ পেলেন তদন্তকারীরা।


 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version