Tuesday, November 4, 2025

অভিজিতের মনোনয়নের দিন হিংসা ছড়ানোর অভিযোগে নন্দীগ্রামে গ্রেফতার বিজেপি মণ্ডল সভাপতি

Date:

ব্যক্তিগত প্রতিহিংসা ও আদি-নব্য প্রবল গোষ্ঠীদ্বন্দ্বের বলি হয়েছেন নন্দীগ্রামে বিজেপি নেতার মা। দলের মহিলা কর্মীর খুনের ঘটনায় যখন উতপ্ত নন্দীগ্রাম, ঠিক সেই সময় হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেফতার বিজেপির মণ্ডল সভাপতি। নন্দীগ্রাম-১ বিজেপি মণ্ডল সভাপতি ধনঞ্জয় ঘড়া ভোটের ঠিক একদিন আগে পুলিশের জালে। জানা গিয়েছে, তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়ার দিনে গন্ডগোলে প্রত্যক্ষ প্ররোচনা দেওয়ার ঘটনায় গ্রেফতার ধনঞ্জয়।

তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় বিজেপির মিছিলকে উদ্দেশ্য করে চাকরিহারাদের ধরনা মঞ্চ থেকে ‘চোর’ স্লোগান দেওয়া হয়। পাল্টা স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মী-সমর্থকরা। এরপর দু’পক্ষের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। এই ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়। কলকাতা হাইকোর্ট তাঁকে আপাতত রক্ষাকবচ দিয়েছে।

বিজেপি প্রার্থী মনোনয়নের দিনই তমলুকে তৃণমূলের শিক্ষকদের ধরনা মঞ্চে আক্রমণ করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ভাঙচুর করা হয় চেয়ার-টেবিল। বিজেপির আক্রমণে আহত হন বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা। সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিজেপি নেতা ধনঞ্জয় ঘড়াকে গ্রেফতার করল পুলিশ।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version