Saturday, December 20, 2025

বিজেপির মন রাখতেই ষষ্ঠ দফার ভোটে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী!

Date:

Share post:

রাত পোহালেই গোটা দেশের সঙ্গে এ রাজ্যে চলতি লোকসভা ভোটে ষষ্ঠ দফার ভোট গ্রহণ। এই পর্বে দুই মেদিনীপুর ও জঙ্গলমহলের ৮টি কেন্দ্রে ভোট গ্রহণ। তার আগে নজিরবিহীন কাণ্ড! এই রাজ্যের আসনগুলিতে মোতায়েন থাকবে ১,০২০ কোম্পানি বাহিনী। এমনকী, এই দফায় ৮টি আসনে ভোট নিরাপত্তায় মোতায়েন থাকবে মোট ৯১৯ কোম্পানি আধাসেনা। রেকর্ড বলছে, এর আগে কোনও রাজ্যে এত সংখ্যক বাহিনী মোতায়েন রেখে ভোট করানোর নজির নেই।

সম্প্রতি, বিরোধী দলনেতা হুঙ্কার দিয়েছিলেন হাজার হাজার কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হবে। তৃণমূলের পিঠের চামড়া তুলে নেওয়া হবে। আসলে এ রাজ্যে বিজেপির লোকবল, সংগঠন নেই, তাই ভোট বৈতরণী পার হতে বাহিনীতে ভরসা শুভেন্দুদের। কেন্দ্রীয় বাহিনী দিয়ে গ্রামের মানুষকে ভোটের আগে ভয় দেখানোর কৌশল নিতেই এই পরিমাণ বাহিনী মোতায়েন করেছে কমিশন, এবং সেটা বিজেপির কথাতেই করেছে তারা।

নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ৮টি আসনের জন্য ৯১৯-এর মধ্যে শুধু মেদিনীপুরেই মোতায়েন করা হচ্ছে ২৩৭ কোম্পানি। কোম্পানি মোতায়েন থাকছে বাঁকুড়ায় ১৭৮, ঝাড়গ্রামে ১৩৩, পশ্চিম মেদিনীপুরে ২১৮, পুরুলিয়ায় ১৩৭ এবং পূর্ব বর্ধমানে ১৬। যদিও এবার লোকসভা ভোট ঘোষণার আগেই নির্বাচন কমিশন জানিয়েছিল, বাংলার জন্য তাদের সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন। এজন্য তারা সর্বোচ্চ ৯২০ কোম্পানি বাহিনী চেয়ে রেখেছিল স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। সেই সংখ্যা আরও বেড়েছে। ষষ্ঠ দফাতেই ৮টি কেন্দ্রে মোতায়েন থাকছে ৯১৯ কোম্পানি বাহিনী। বাকি ১০১ কোম্পানি বাহিনী রাজ্যের অন্যত্র এবং ইভিএম পাহারার দায়িত্বে থাকবে।

কমিশনের এক কর্তার ব্যাখ্যা, এখন দেশের বিভিন্ন প্রান্তে ভোট মিটে যাওয়ায় আরও বাহিনী মিলছে। ষষ্ঠ দফায় গোটা জঙ্গলমহলে ভোট রয়েছে। ওই এলাকা এখন ‘মাওবাদী-অধ্যুষিত’ তকমা হারালেও নিরাপত্তার দিক থেকে কোনও খামতি রাখতে চাইছে না কমিশন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছাড়াও এই দফার ভোটে রাজ্য পুলিশের ২৯,৪৬৮ জন আধিকারিক মোতায়েন থাকছেন।

spot_img

Related articles

প্রধানমন্ত্রীর সভায় এসে ট্রেনের ধাক্কায় মৃত ৪: সামান্য উল্লেখ মোদির ভাষণে!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় লোক ভরাতে আশেপাশে সব জেলা থেকে লোক জোগাড় করতে হয়েছে বিজেপিকে। কারণ মতুয়া গড়...

হার্দিকের ছক্কায় আহত ক্যামেরাম্যান, চিত্রগ্রাহকের কাছে ছুটে গেলেন ক্রিকেটার নিজেই

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (Ind vs SA T 20 series)৩-১ জিতেছে ভারত। শনিবার গুজরাটের আহমেদাবাদে...

চাকরির পরীক্ষা দেওয়ার ব্যবস্থার নেই বিজেপির ওড়িশায়! রানওয়েতে পরীক্ষার্থীরা

মাত্র ৮ হাজার পরীক্ষার্থীর জন্য পরীক্ষাকেন্দ্র জোগাড় করারও ক্ষমতা নেই মোহন মাঝি পরিচালিত ওড়িশার। ১৮৭টি চুক্তিভিত্তিক পোস্টের জন্য...

‘স্বর্গদর্শন’ করে ১১ মিনিট পর বেঁচে উঠলেন বৃদ্ধা! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল শোরগোল

মৃত্যুর পরে মানুষ কোথায় যায়—স্বর্গে না নরকে? এই প্রশ্নে যুগে যুগে মানুষের কৌতূহল যেমন বেড়েছে, তেমনই বেড়েছে তর্ক-বিতর্কও।...