Saturday, August 23, 2025

আজ দক্ষিণ ২৪ পরগনায় তিন তিনটে সভা তৃণমূলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এদিন তিনি প্রথমে মথুরাপুর লোকসভা (Mathurapur) কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপী ঘোষের সমর্থনে সাগর বিধানসভায় জনসভা করবেন মমতা। সকাল সাড়ে দশটায় সাগরে সভা করবেন মমতা। এরপরই সকাল সাড়ে ১১টা নাগাদ রায়দিঘি স্পোর্টস কমপ্লেক্সের মাঠে সভা (Campaign) রয়েছে মমতার। সেখানকার সভা সেরে জয়নগর (Jaynagar) লোকসভা কেন্দ্রে। সেখানে প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে দুপুর সাড়ে ১২টা নাগাদ ক্যানিং স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে প্রচারসভা রয়েছে তাঁর। শেষ দফার ভোটে আগামী ১ জুন ভোট হবে এই দুই কেন্দ্রে।

অন্যদিকে, এদিন দু’টি জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রথম সভা জয়নগর লোকসভা কেন্দ্রে। তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে জয়নগর বিধানসভা এলাকায় সভা করবেন অভিষেক। দুপুর ৩টে নাগাদ মগরাহাট পূর্বের হলুদবেড়িয়ার মাঠে তাঁর সভা হওয়ার কথা। এরপর তিনি যাবেন বারাসত লোকসভা কেন্দ্রে। সেখানে কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে রোড শো করবেন অভিষেক। বারাসতের বিদ্যাসাগর স্টেডিয়াম থেকে চাঁপা ডালি মোড় পর্যন্ত বিকেল ৪ টে নাগাদ পথসভা সারবেন তিনি। শেষ দফার ভোটে আগামী ১ জুন জয়নগর ও বারাসতে ভোট। আর তার আগে মমতা, অভিষেকের সভা ঘিরে কর্মী সমর্থকদের উৎসাহ চোখে পড়ার মতো।


Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version