Sunday, November 2, 2025

বিজেপি নেতাদের গাড়ি, বাড়ি থেকে লক্ষাধিক টাকা উদ্ধার। নির্বাচন প্রক্রিয়ার মধ্যে এলাকায় এভাবে টাকা ঢোকানো নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন চলাকালীন রাজ্যে পুলিশ প্রশাসনকে নাকা চেকিং বাড়ানোর অনুরোধ তৃণমূল সভানেত্রীর। যে বিজেপি নেতারা ক্ষুধার্ত মানুষকে এক পয়সা দেয় না, তাদের নেতাদের হাতে লক্ষ লক্ষ টাকা হাত বদল হওয়াকে তীব্র কটাক্ষ মমতার।

কখনও মেদিনীপুরের খড়গপুর, কখনও দাসপুর। নির্বাচনের ষষ্ঠ দফার আগেই মেদিনীপুর জুড়ে বিজেপি নেতাদের টাকা উদ্ধারে চাঞ্চল্য। পুলিশের নাকা চেকিং আর তল্লাশি এড়াতে কমিশনের নির্দেশে বদলে দেওয়া হল পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপারকেই, অভিযোগ করেছিল তৃণমূল। কিন্তু তাতেও বিজেপি নেতাদের লাখ লাখ টাকার লেনদেন বন্ধ হয়নি। নির্বাচনকে প্রহসনে পরিণত করার যে পরিকল্পনা বিজেপি করেছে তার বিরুদ্ধে সরব হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, “ওরা প্ল্যান করেছে। এখন কোটি কোটি টাকা এলাকায় নিয়ে যাচ্ছে মধ্যরাতে, গাড়িতে করে করে। আবার কেন্দ্র সরকারের গাড়িতে করে করেও।”

তবে যেভাবে রাজ্য প্রশাসন ও পুলিশ সেই টাকা উদ্ধারে তৎপরতা দেখিয়েছে নির্বাচনের প্রথম দফার সময় থেকেই, তাতে পুলিশ প্রশাসনের উপরই ভরসা রাখছেন মমতা। তিনি বলেন, “নাকা চেকিং হবে। বিশেষ করে নির্বাচনের জায়গাগুলোতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঢোকাচ্ছে বিজেপি। নাকা চেকিং করতে বারবার বলব।”

এই প্রসঙ্গেই ‘ডাকাত’ বিজেপির মুখোশ খুলে দেন মমতা। বারবার তৃণমূলকে চোর অপবাদ দেওয়া বিজেপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “মানুষ খেতে না পেলে এক পয়সা দেয় না। একশো দিনের টাকা চাইলে চোর বলে। আসলে নিজেরা তো ডাকাত।”

Related articles

বিহারে লালু-ঘনিষ্ঠ নেতার মৃত্যুতে গ্রেফতার জেডিইউ প্রার্থী

ভোটের প্রচারে সরবরাহ বিহার (Bihar Assembly Election)। শাসকবিরোধী সব রাজনৈতিক দলই রাস্তায় নেমে নিজের ও দলের কাজকর্মের কথা...

লন্ডনগামী ট্রেনে আততায়ীর হামলা! ছুরির এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অন্তত ১০

ভয়াবহ কাণ্ড লন্ডনগামী ট্রেনে। দুই আততায়ীর বিরুদ্ধে হঠাৎ করেই ট্রেনের ভিতরে যাত্রীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। তাদের...

চড়ছে প্রত্যাশার পারদ, আজ বিশ্বকাপ ফাইনালে ইতিহাসের সামনে ভারতীয় মহিলা ক্রিকেট দল 

সেমিফাইনালে অসাধ্য সাধন, ফাইনালে একটাই স্লোগান "bring it home"! ১৪০ কোটির দেশ আজ তাকিয়ে আছে ভারতীয় মেয়েদের (Indian...

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...
Exit mobile version