Monday, August 25, 2025

রাজভবনের সত্যি প্রকাশ্যে আসার আগেই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ

Date:

রাজভবনে শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে চলা তদন্তে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা আদালত (Calcutta High Court)। পুলিশের এফআইআর-এ স্থগিতাদেশ দিয়েছে বিচারপতি অমৃতা সিনহার (Amrita Sinha) বেঞ্চ বলে খবর। আগামী ১০ জুন এই মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত এই নিয়ে পুলিশের তরফে রাজ্যপালের ওএসডি-সহ (OSD) রাজভবনের যে আধিকারিকদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না বলে জানিয়েছেন বিচারপতি। তিনি এদিন বলেন, যে তথ্য প্রমাণ জমা পড়েছে তাতে দেখা যাচ্ছে আবেদনকারী এবং অন্যান্য কর্মীরা ওই মহিলার ব্যাগ এবং ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু কোনমতে তিনি ঘর থেকে বেরিয়ে যান। এই অবস্থায় আগামী ১৭ জুন পর্যন্ত এই মামলা ফেলে রাখা ঠিক হবে না। আদালতের কাজ পুনরায় শুরু হওয়ার আগেই আগামী মাসের ১০ তারিখে রিপোর্ট পেশ করতে হবে। শুক্রবার সকালেই দেশের উপরাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস। এর কয়েক ঘণ্টার মধ্যেই আদালতের তরফে স্থগিতাদেশের রায় ঘোষণার মধ্যে রাজনৈতিক অভিসন্ধি খুঁজে পাচ্ছেন অনেকেই। যদি কোথাও কিছু নাই ঘটে থাকে তাহলে আদালতে যাওয়ার এত তৎপরতাই বা কীসের আর তদন্তে স্থগিতাদেশ দেওয়ার তাড়াহুড়োই বা কেন? রাজনৈতিক মহলের একাংশ বলছে ফের রাজ্যের তদন্তে হস্তক্ষেপ করছে বিচারব্যবস্থার একাংশ।

সাম্প্রতিক সময়ে রাজভবনের অস্থায়ী মহিলা কর্মীর নিগ্রহের অভিযোগকে কেন্দ্র করে জোর বিতর্ক দানা বাঁধে রাজ্য রাজনীতিতে। রাজভবনের তরফ থেকে এই অভিযোগ খারিজ করা হলেও বিতর্ক তৈরি হয় সিসিটিভি ফুটেজ নিয়েও। গত মঙ্গলবার রাজভবনের অভিযুক্ত তিন কর্মী হাজিরা দেন হেয়ার স্ট্রিট থানায়। অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন যে মহিলা তাঁকে আটকে রেখেছিলেন রাজভবনের বিশেষ সচিব এসএস রাজপুত এবং দুই চুক্তিভিত্তিক কর্মী – কুসুম ছেত্রী ও সন্ত লাল। যদিও ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁদের জামিন দেয় ব্যাঙ্কশাল আদালত। এরপর আজ বিচারপতি সিনহা জানান রাজভবনের যে আধিকারিকদের বিরুদ্ধে মামলা রুজু করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ তদন্ত শুরু করেছিল, তা আপাতত স্থগিত রাখতে হবে। জুনের ১০ তারিখের আগে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ।

 

Related articles

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...
Exit mobile version