Thursday, August 21, 2025

সংশোধনাগারের চিকিৎসা কক্ষের বাথরুমের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে গেল সংশোধনাগারের আবাসিক। পলাতকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বালুরঘাটের দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালের সংশোধনাগারের আবাসিক চিকিৎসা কক্ষে। পলাতক ওই সংশোধনাগারের আবাসিকের নাম মহাবুর সরকার। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের হজরতপুর এলালায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহাবুর সরকারকে কিছুদিন আগে চুরির অভিযোগে গ্রেফতার করে তপন থানার পুলিশ। এরপর তার ঠাঁই হয়েছিল বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে। সেখানে বন্দি থাকাকালীন অসুস্থ হওয়ায় সংশোধনাগার কর্তৃপক্ষ মহাবুর সরকারকে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতাল চত্বরে অবস্থিত বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের চিকিৎসা কক্ষেই চলছিল মহাবুর সরকারের চিকিৎসা। বুধবার রাতে ওই চিকিৎসা কক্ষের বাথরুমের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যায় মহাবুর সরকার। এরপরেই শোরগোল পড়ে যায় জেলায়।

ঘটনার পরে বৃহস্পতিবার বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষ মহাবুর সরকারের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করে। অন্যদিকে ওই চিকিৎসা কক্ষের বাথরুমের ভেন্টিলেটর ইট দিয়ে তড়িঘড়ি বন্ধ করে দেয় বালুরঘাট হাসপাতাল কর্তৃপক্ষ। বন্দি পালানোর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও অভিযুক্ত অধরা। দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানিয়েছেন, ঘটনায় মামলা দায়ের হয়েছে, পুলিশ তদন্ত করেছে।





Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version