Thursday, August 28, 2025

বাড়ি দক্ষিণ কলকাতায় হলেও, এখন ডায়মন্ড হারবারের ঘরের ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যে কোনও দরকারে এলাকার সাংসদকে পাশে পান স্থানীয়রা। ষষ্ঠদফার ভোটগ্রহণ শেষ। ১ জুন সপ্তম দফাতে ভোট ডায়মন্ড হারবার কেন্দ্রে। শনিবার, বজবজের চড়িয়াল থেকে পূজালি পুরসভা রোড শো করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর প্রত্যাশা মতো জনজোয়ার ডায়মন্ড হারবারের রাস্তায়।

আবেগে ভেসে এদিন সন্ধেয় চড়িয়াল থেকে পূজালি পুরসভা হুড খোলা গাড়িতে রোড শো করেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল প্রার্থী। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ব়্যালিতে বজবজের রাস্তা মহানগরীর রাস্তার রূপ নেয়। তৃণমূলের প্রতীক, ব্যানার, বেলুনে বর্ণাঢ্য রোড-শো-এ উচ্ছ্বিসত তৃণমূলের কর্মী-সর্মথকরা। তাঁদের হাতে প্ল্যাকার্ডে লেখা, “We Love AB”। হাত নেড়ে উপস্থিত জনতার উচ্ছ্বাসের জবাব দেন অভিষেক। হুড খোলা গাড়ি থেকে গোলাপের পাঁপড়ি উড়িয়ে দেন অভিষেক। উদ্বেল হয়ে ওঠে জনতা। রাস্তার পাশাপাশি স্থানীয় সাংসদকে দেখতে বাড়ির ছাদ, বারান্দাও ভিড় জমান উৎসাহী মানুষ।

লোসকভা নির্বাচনের আগে থেকেই বাংলাজুড়ে সাংগঠনিক বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বাংলার মানুষকে নাজেহাল করে ৭ দফায় ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন। ফলে প্রায় ৩ মাস ধরে দলীয় প্রার্থীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণ জনসভা, রোড শো করছেন অভিষেক। শেষ দফায় ভোট তাঁর নিজের কেন্দ্রে। তিনি আগেই জানিয়েছিলেন, আগামী ৭দিন থাকবেন দক্ষিণ চব্বিশ পরগনাতেই। এদিন অভিষেক ম্যাজিকে জনজোয়ার বজবজের রাস্তায়।






Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version