Tuesday, May 20, 2025

কান-এর মঞ্চে ভারতের সম্মান বঙ্গ তনয়া, শ্রেষ্ঠ অভিনেত্রী অনসূয়া

Date:

Share post:

৭৭তম কান চলচ্চিত্র উৎসবে গোটা দেশের জন্য একরাশ নতুন আশার বার্তা এনে দিলেন বাঙালি অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত। ‘আন সার্টেন রিগার্ডস’ বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান জিতে নিলেন তিনি। বাংলা থেকে অভিনয় ডেবিউ করা অনসূয়া ‘দ্য শেমলেস’ ছবিতে অভিনয়ের জন্য এই সম্মান জিতলেন, ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে যা সর্বপ্রথম। এর আগে কান চলচ্চিত্র উৎসবে এত বড় পালক কোনও ভারতীয় শিল্পীর মুকুটে শোভা পায়নি।

চলচ্চিত্র দুনিয়ায় কান উৎসবে নজরকাড়ার জন্য মুখিয়ে থাকেন বলিউড অভিনেতা অভিনেত্রীরা। প্রতি বছর রেড কার্পেটে নানান বাহারি সাজে তাঁদের উপস্থিতি ভারতীয় চলচ্চিত্রের জৌলুসকে তুলে ধরে। তবে সম্মানের ভাঁড়ারে বেশ খানিকটা ঘাটতি থেকেই যায়। প্রতিবছরই বহু চলচ্চিত্র থেকে শিল্পী পুরস্কারের মনোনয়ন পান। ২০২৪ সেই অপেক্ষার অবসান ঘটালো।

কান চলচ্চিত্র উৎসব ২০২৪-এর প্রেসমিটের একটি লিঙ্ক পান তিনি। সেখানেই তাঁর নাম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে ঘোষণা হতেই লাফিয়ে ওঠেন। এবছর মনোনয়ন পাওয়ার জন্য কান চলচ্চিত্র উৎসবে গিয়ে ১৭ মে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে তিনি লিখেছিলেন দিনটি তিনি কখনও ভুলতে পারবেন না। ধন্যবাদ জানিয়েছিলেন উৎসবের আয়োজকদের।

কান উৎসবে নতুন চিন্তাভাবনা, নতুন পদ্ধতি ও নতুন দেশকে অনুপ্রেরণা দিতে আন সার্টেন রিগার্ডস বিভাগে পুরস্কৃত করা হয়। এর আগে ভারতীয় অনেক ভারতীয় শিল্পী এই বিভাগে মনোনয়ন পেয়েছেন। যে ‘দ্য শেমলেস’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান পেলেন অনসূয়া সেখানে রেনুকার চরিত্রে অভিনয় করেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অভিনয়ে স্নাতক অনসূয়া অঞ্জন দত্ত পরিচালিত ‘ম্যাডলি বাঙালি’ চলচ্চিত্রেও তানিয়ার ভূমিকায় নজর কেড়েছিলেন।

spot_img

Related articles

ভারী বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় কমলা সর্তকতা!

প্রাক বর্ষার মরশুমে উত্তরবঙ্গের বিপর্যয়ের আশঙ্কা। গত কয়েকদিনের ভারী বর্ষণে ইতিমধ্যেই বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে তিস্তার...

আজ ডাবগ্রামের ভিডিয়োকন গ্রাউন্ডে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী 

উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার ঠাসা কর্মসূচি বাংলার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। আজ শিলিগুড়ি (Siliguri), জলপাইগুড়ি ও...

আজ ওয়াকফ সংশোধনী আইনের বৈধতা নিয়ে সুপ্রিম শুনানি

বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনে স্থগিতাদেশ দেওয়া হবে কি, আজ সুপ্রিম সিদ্ধান্তের দিকে তাকিয়ে গোটা দেশ। কেন্দ্রীয় সরকার সংসদের...

উত্তর নিয়ে আরও প্রস্তাব নেতা-মন্ত্রীদের! মুখ্যমন্ত্রীর হাত ধরে এগিয়ে বাংলার শিল্প

উত্তরে শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী একাধিক শিল্প সম্ভাবনার কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই বাংলা আজ হয়ে উঠেছে শিল্পবান্ধব। সোমবার শিল্প সম্মেলনে...