Saturday, August 23, 2025

৭৭তম কান চলচ্চিত্র উৎসবে গোটা দেশের জন্য একরাশ নতুন আশার বার্তা এনে দিলেন বাঙালি অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত। ‘আন সার্টেন রিগার্ডস’ বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান জিতে নিলেন তিনি। বাংলা থেকে অভিনয় ডেবিউ করা অনসূয়া ‘দ্য শেমলেস’ ছবিতে অভিনয়ের জন্য এই সম্মান জিতলেন, ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে যা সর্বপ্রথম। এর আগে কান চলচ্চিত্র উৎসবে এত বড় পালক কোনও ভারতীয় শিল্পীর মুকুটে শোভা পায়নি।

চলচ্চিত্র দুনিয়ায় কান উৎসবে নজরকাড়ার জন্য মুখিয়ে থাকেন বলিউড অভিনেতা অভিনেত্রীরা। প্রতি বছর রেড কার্পেটে নানান বাহারি সাজে তাঁদের উপস্থিতি ভারতীয় চলচ্চিত্রের জৌলুসকে তুলে ধরে। তবে সম্মানের ভাঁড়ারে বেশ খানিকটা ঘাটতি থেকেই যায়। প্রতিবছরই বহু চলচ্চিত্র থেকে শিল্পী পুরস্কারের মনোনয়ন পান। ২০২৪ সেই অপেক্ষার অবসান ঘটালো।

কান চলচ্চিত্র উৎসব ২০২৪-এর প্রেসমিটের একটি লিঙ্ক পান তিনি। সেখানেই তাঁর নাম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে ঘোষণা হতেই লাফিয়ে ওঠেন। এবছর মনোনয়ন পাওয়ার জন্য কান চলচ্চিত্র উৎসবে গিয়ে ১৭ মে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে তিনি লিখেছিলেন দিনটি তিনি কখনও ভুলতে পারবেন না। ধন্যবাদ জানিয়েছিলেন উৎসবের আয়োজকদের।

কান উৎসবে নতুন চিন্তাভাবনা, নতুন পদ্ধতি ও নতুন দেশকে অনুপ্রেরণা দিতে আন সার্টেন রিগার্ডস বিভাগে পুরস্কৃত করা হয়। এর আগে ভারতীয় অনেক ভারতীয় শিল্পী এই বিভাগে মনোনয়ন পেয়েছেন। যে ‘দ্য শেমলেস’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান পেলেন অনসূয়া সেখানে রেনুকার চরিত্রে অভিনয় করেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অভিনয়ে স্নাতক অনসূয়া অঞ্জন দত্ত পরিচালিত ‘ম্যাডলি বাঙালি’ চলচ্চিত্রেও তানিয়ার ভূমিকায় নজর কেড়েছিলেন।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version