Saturday, August 23, 2025

ঢোক গিলে কমিশনের তথ্যপ্রকাশ: কেন্দ্রে ‘হাওয়া’ বদলের ইঙ্গিত, দাবি সিপিআইএমের

Date:

সুপ্রিম কোর্টে আইনের যুক্তি দেখিয়েও ষষ্ঠ দফা নির্বাচনের দিন সম্পূর্ণ ভোটারের পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন। যে তালিকা আইনের যুক্তি দেখিয়ে প্রকাশ করা সম্ভব নয় বলে দাবি করেছিলেন কমিশনের আইনজীবী, সেই তালিকা প্রকাশিত হওয়ার পর নতুন ‘ইঙ্গিতে’র দাবি সিপিআইএমের। কমিশনের এই পদক্ষেপকে ‘হাওয়া বদলের’ ইঙ্গিত বলে দাবি করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

ষষ্ঠ দফা নির্বাচনের শেষে কোথায় পায়ের তলায় মাটি পায়নি সিপিআইএম। কর্মীর অভাবে শেষে বুথে এজেন্ট বসাতে ছুটোছুটি করতে হয়েছে বাম প্রার্থীদের। তবে কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর অদক্ষতাকে কাঠগড়ায় বসিয়েছেন সেলিম। ইভিএমের গোলমাল নিয়ে যেভাবে তৃণমূল সরব হয়েছে শনিবার একইভাবে সরব হতে শোনা গেল সেলিমকেও।

শনিবারই ফর্ম ১৭-সি প্রকাশ করে প্রতিটি কেন্দ্রের ভোটার সংখ্যা, ভোট শতাংশ ও ভোটদাতার প্রকৃত সংখ্যা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। অথচ এই নির্বাচন কমিশনই শুক্রবার সুপ্রিম কোর্টে জানিয়েছিল ১৭-সি প্রকাশ করা সম্ভব নয়। তারপরেও তাঁদের এই পালাবদলে কেন্দ্রে পালাবদলের আশা দেখছেন সিপিআইএম নেতারা।

শনিবার মহম্মদ সেলিম বলেন, “বিজেপি, কেন্দ্র সরকারও নির্বাচন কমিশনকে নিজেদের এক্তিয়ারের মধ্যে নিয়ে আসার চেষ্টা করে। কমিশন যে দিলেন এটার মধ্যে বুঝতে হবে, আইন পাল্টায়নি, নিয়ম পাল্টায়নি। কিন্তু হাওয়া পাল্টাচ্ছে। তা নাহলে যারা দুদিন আগে সুপ্রিম কোর্টে গিয়ে বলেছেন আমরা তথ্য দেব না, আজকে তথ্যটা আপলোড করলেন।”

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...
Exit mobile version