Tuesday, November 11, 2025

যাত্রা শুরুর কয়েকদিনের মধ্যেই ‘মৃত্যুপুরী’ চারধাম! হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়ছে পুণ্যার্থী মৃত্যুর সংখ্যা

Date:

চারধাম (Chardham) যাত্রা শুরু হলেও চলতি বছরে যেন খারাপ সময় কিছুতেই পিছু ছাড়ছে না। এবার যাত্রা শুরুর ১৬ দিনের মধ্যেই ৫২ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে খবর। তবে সবচেয়ে বেশি পুণ্যার্থীর মৃত্যু হয়েছে কেদারনাথে। প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যে কেদারনাথে (Kedarnath) মৃত্যু হয়েছে ২৭ জনের। তবে বেশিরভাগ পুণ্যার্থীদের হার্ট অ্যাটাকে (Heart Attack) মৃত্যু হয়েছে বলে খবর। এদিকে মোট ৫২ পুণ্যার্থীর মধ্যে ৪০ জনের বয়স পঞ্চাশোর্ধ বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। তবে শুধু কেদারনাথই নয় বদ্রীনাথে ১৪, যমুনোত্রীতে ১২ ও গঙ্গোত্রীতে ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে স্বাভাবিকভাবেই যাত্রা শুরুর ১৬ দিনের মধ্যে রেকর্ড পুণ্যার্থীর মৃত্যু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

তবে স্থানীয় প্রশাসনের এক আধিকারিকের মতে, চারধাম যাত্রা শুরুর ১৬ দিনের মধ্যে ৫২ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। বেশিরভাগের মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। কেদারনাথ ছাড়াও এই ক’দিনে বদ্রীনাথে ১৪, যমুনোত্রীতে ১২ ও গঙ্গোত্রীতে ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে প্রশাসনের সাফাই, চারধাম যাত্রায় যেসমস্ত পুণ্যার্থীরা আসছেন তাঁদের নিয়মিত স্ক্রিনিং করা হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট থেকে শুরু করে রেজিস্ট্রেশন সব কিছু খতিয়ে দেখার পরই এই যাত্রায় ছাড় দেওয়া হচ্ছে।

কিন্তু মেডিক্যাল পরীক্ষার সময় পুণ্যার্থীদের যদি কোনওরকম সমস্যা ধরা পড়ে, সেক্ষেত্রে এই যাত্রায় না যাওয়ারই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। তবে স্থানীয় প্রশাসন যদি সবরকম ব্যবস্থা সঠিকভাবে মেনে চলার কথা বলেন তাহলে কীভাবে এত পুণ্যার্থীর মৃত্যু হল তা নিয়ে ইতিমধ্যে উঠতে শুরু করেছে প্রশ্ন। তবে চলতি বছর চারধাম যাত্রার শুরুতে একসঙ্গে বিপুল সংখ্যাক পুণ্যার্থী এসে পড়ায় একাধিক সমস্যা তৈরি হয়। কিন্তু সময় যত গড়াচ্ছে ধীরে ধীরে সেই পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। তবে চারধাম দর্শনের নির্ধারিত সময়ের আগেই যেসব পুণ্যার্থীরা সেখানে হাজির হয়েছিলেন তাঁদের আটকে দেওয়া হয় বলে খবর। পাশাপাশি এমন অনেক পুণ্যার্থী রয়েছেন যাঁরা এই যাত্রায় নাম নথিভুক্ত করাননি, তাঁদের চিহ্নিত করে পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version