Friday, November 28, 2025

শান্তনু ঠাকুরের অনৈতিক কাজের প্রতিবাদে অনশন, অসুস্থ হয়ে হাসপাতালে মমতাবালা-কন্যা

Date:

Share post:

জোর করে প্রয়াত বড়মার ঘরে তালা-সহ বিজেপির (BJP) বিদায়ী সাংসদ শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) অনৈতিক কার্যকলাপের প্রতিবাদে আমরণ অনশনে বসেছিলেন মমতাবালা ঠাকুরের (Mamatabala Thakur) ছোট কন্যা মধুপর্ণা ঠাকুর। ১২ দিনের মাথায় অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি হাসপাতালে (Hospital) ভর্তি করা হল তাঁকে।শান্তনু ঠাকুর অন্যায় ভাবে তাঁদের পৈতৃক ভিটে থেকে উচ্ছেদ করেছেন। একইসঙ্গে আদালতের নির্দেশ অমান্য করে প্রয়াত বড়মা বীণাপানি দেবীর ঘরে তালা লাগিয়ে রেখেছেন। এইসব অনৈতিক কাজের প্রতিবাদ জানিয়েই ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আমরণ অনশন শুরু করেন মধুপর্ণা। ১২ দিন অনশনের পর শনিবার দুপুরে তাঁকে হাসপাতালে নিয়ে যান রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর (Mamatabala Thakur)। জানান, শুক্রবার রাত থেকে অসুস্থ হয়ে পড়েছেন মধুপর্ণা। এদন তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকের পরামর্শ মতো আগামী দিনে মেয়েকে অনশন চালাতে দেবেন কি না তা ঠিক করবেন বলে জানান মমতাবালা। জানান, আইনের প্রতি আস্থা রয়েছে। ২৯ তারিখ আদালতে শুনানি রয়েছে। আশা ন্যায় বিচার পাবেন।

৭ এপ্রিল মতুয়া ধর্মের মহামেলা চলাকালীন প্রয়াত বীণাপাণি ঠাকুরের ঘরের দখল ঘিরে বিতর্ক শুরু হয়েছিল। সেইদিন বড়মার ঘরের তালা ভেঙে তালা দিয়ে দিয়েছিলেন শান্তনু ঠাকুর ও তাঁর ঘনিষ্ঠ অনুগামীরা। তার পর থেকে সেই ঘর তালাবন্ধ। ওই বাড়ির একটি ঘরে থাকতেন মমতা ঠাকুর। তিনিও সেই ঘরে ঢুকতে পারছেন না। ফলে মমতা ঠাকুর ও তাঁর পরিবার নিদারুণ সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন। ঘরে ঢোকার দাবিতে ১২ দিন আগে অনশন শুরু করেছিলেন মমতাবালা-কন্যা মধুপর্ণা ঠাকুর। এখন এই শারীরিক পরিস্থিতিতে তিনি অনশন চালিয়ে যেতে পারেন কি না সেটাই দেখার।






spot_img

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

২৮ নভেম্বর (শুক্রবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

ইচ্ছা থাকলেই উচ্চশিক্ষা: স্টুডেন্ট ক্রেডিট কার্ডে পড়ূয়াদের সংখ্যা পেরলো ১ লক্ষ! খুশি মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী

আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের পাশে দাড়িয়েছিল বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের(mamata banarjee) সরকার। উচ্চশিক্ষায় সহায়ক হওয়ার লক্ষ্যে তৃতীয়বার ২০২১ সালে...

এসআইআরের চাপে হার্ট অ্যাটাক, কাজ করতে করতে মৃত্যু মুর্শিদাবাদের বিএলও-র 

রাজ্যে এসআইআরের (SIR) বলি আরও এক। স্পেশাল ইনটেনসিভ রিভিশনের কাজের অত্যাধিক চাপ সহ্য করতে না পেরে এবার হার্ট...

Weather Update: ব্যাক টু ব্যাক ঘূর্ণিঝড়ে বঙ্গে বাড়ল উষ্ণতা!

একটা ঘূর্ণিঝড় যেতে না যেতেই আর একটা ঘূর্ণিঝড়ের (cyclonic formation) উৎপত্তি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ব্যাক টু ব্যাক ঘূর্ণিঝড়ের...