Saturday, August 23, 2025

কেশপুরে গোলমাল পাকানোর অভিযোগ বিজেপি প্রার্থী হিরণের বিরুদ্ধে, অশান্তি বাড়ছে নন্দীগ্রামে 

Date:

ঘাটাল লোকসভা কেন্দ্রের (Ghatal Constituency) অন্তর্গত কেশপুর এলাকার একটি বুথে গিয়ে গন্ডগোল পাকানোর অভিযোগ বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের (BJP candidate Hiran Chatterjee)বিরুদ্ধে। আনন্দপুরে পুলিশ তাঁকে আটকালে তিনি রীতিমতো তর্ক জুড়ে দেন। বুথের ভেতরেই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেন বিজেপি প্রার্থী। সেখানকার ভোটাররা বলছেন হালে পানি না পেয়ে হেরে যাওয়ার ভয়ে আগে থেকে হিরণ অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। এই বিষয়ে তৃণমূল প্রার্থী দেবের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, হিরণ খবরে থাকার জন্য এসব করছেন। ঘাটালের মানুষের প্রতি তৃণমূলের আস্থা রয়েছে।

অন্যদিকে সকাল থেকেই উত্তপ্ত নন্দীগ্রাম (Nandigram)। তৃণমূলের ২ পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ তুললেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। ভোটাররা ভোটাধিকার প্রয়োগে বাধা দিতে বাঁশের সাকো ভেঙে দেওয়ার অভিযোগ।পশ্চিম মেদিনীপুরের কেশপুরের ১৮০ নম্বর বুথে বিকল ইভিএম, লাইনে অপেক্ষায় স্থানীয়রা। মেদিনীপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুললেন জুন মালিয়া(June Maliya)। মেদিনীপুর শহরের কলেজিয়েট স্কুলের বুথে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে নির্দিষ্ট বোতামে ভোটারদের ভোট দিতে বলার অভিযোগ করছেন তিনি। মেদিনীপুরে অগ্নিমিত্রা পালকে “গো ব্যাক” স্লোগান স্থানীয়দের। শনিবার সকাল ৯টা পর্যন্ত কমিশনে মোট ৩৬৪টি অভিযোগ জমা পড়েছে। সিপিএম ৩৮টি, বিজেপির তরফে ৩০টি অভিযোগ জমা পড়েছে। রঘুনাথপুরের পাঁচটি বুথে ইভিএম এবং ভিভিপ্যাটে বিজেপির ট্যাগ লাগানোর অভিযোগে কমিশনের (EC ) দ্বারস্থ হচ্ছে তৃণমূল।


 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version