Saturday, August 23, 2025

মাঝ আকাশে ইঞ্জিনে পাখির ধাক্কা! দিল্লিতে জরুরি অবতরণ লেহগামী বিমানের

Date:

ইঞ্জিনের (Engine) সঙ্গে পাখির ধাক্কা! দিল্লি বিমানবন্দরে (Delhi Airport) তড়িঘড়ি অবতরণ করল লেহগামী (Leh) বিমান। আচমকা এমন দুর্ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত যাত্রীরা। সূত্রের খবর, রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ স্পাইসজেটের (Spicejet) এসজি ১২৩ বিমান দিল্লি বিমানবন্দর থেকে লেহ-র উদ্দেশে রওনা দেয়। তবে আচমকা মাঝ আকাশে বিমানের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লাগে পাখির। সেকারণে যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা তৈরি হতেই বিমানটিকে দিল্লি বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। তবে শেষ পাওয়া খবর সমস্ত যাত্রীরাই সুরক্ষিত রয়েছেন।

তবে এদিন জরুরি অবতরণের ঘোষণা হতে না হতেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যদিও পরে অন্য একটি বিমানে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করা হয়। সূত্রের খবর, এদিন ১১টার মধ্যেই বিমানটিকে সুরক্ষিতভাবে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে। তবে শুধু স্পাইসজেটই নয়, গত সপ্তাহে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের দু’টি বিমানে যান্ত্রিক গোলযোগের কারণে জরুরি অবতরণ করাতে বাধ্য হয়েছিলেন পাইলট। ১৭৯ জন যাত্রীকে নিয়ে বেঙ্গালুরু থেকে কোচি যাওয়ার পথে রওনা দিতেই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানের ইঞ্জিনে আগুন লক্ষ করেন যাত্রীরা। এরপরই দ্রুত বিমানটিকে বেঙ্গালুরুতেই ফিরিয়ে আনা হয়।

 

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...
Exit mobile version