রবি-সোম ভাসবে দক্ষিণের সব জেলা, ঘূর্ণিঝড়ে কতটা প্রভাব কলকাতায়?

রবিবার মধ্যরাতে উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার ও সোমবার দক্ষিণ বাংলার সব জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। সেই সঙ্গে সোমবারও বৃষ্টির পূর্বাভাস থাকছে। তবে বৃষ্টির দোসর হয়ে আসছে প্রবল ঝোড়ো হাওয়া। যার সবথেকে বেশি প্রভাব পড়তে চলেছে দুই চব্বিশ পরগণায়। সেই সঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদহ থেকে আলিপুরদুয়ার পর্যন্ত উত্তরের জেলাগুলিতেও।
রবিবার রেমালের প্রভাব
বৃষ্টি: ভারী থেকে প্রবল ভারী বৃষ্টি উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার কয়েকটি জায়গায়
ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি ও দুই চব্বিশ পরগণার বাকি এলাকায়
ভারী বৃষ্টি পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমান
হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের বাকি জেলায়
হাওয়া: ১০০ থেকে ১১০ কিমি প্রতি ঘণ্টা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণায়
৭০ থেকে ৮০ কিমি প্রতি ঘণ্টা কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর
৬০ থেকে ৭০ কিমি প্রতি ঘণ্টা নদিয়া, পূর্ব বর্ধমান
৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা দক্ষিণের বাকি জেলাগুলি
সোমবার রেমালের প্রভাব
বৃষ্টি: ভারী থেকে প্রবল ভারী বৃষ্টি নদিয়া, মুর্শিদাবাদের কিছু অংশে
ভারী থেকে অতি ভারী বৃষ্টি বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা, হাওড়া, কলকাতা
হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণের বাকি জেলায়
হাওয়া: ৬০ থেকে ৭০ কিমি প্রতি ঘণ্টা নদিয়া, মুর্শিদাবাদ
৫০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, পূর্ব বর্ধমান
৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা দক্ষিণের বাকি জেলা
উত্তরের জেলাগুলিতে রেমালের প্রভাব
সোমবার
বৃষ্টি: অতি ভারী বৃষ্টি কমলা সতর্কতা মালদহ, দক্ষিণ দিনাজপুর
ভারী বৃষ্টি হলুদ সতর্কতা উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি
মঙ্গলবার
বৃষ্টি: অতি ভারী বৃষ্টি লাল সতর্কতা কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার
ভারী বৃষ্টি হলুদ সতর্কতা দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কয়েকটি জায়গা
বুধবার
বৃষ্টি: ভারী বৃষ্টি কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি
হাওয়া: ৩৫-৪০ কিমি প্রতি ঘণ্টা উত্তর বাংলার সব জেলায়