মেডিক্যাল কলেজগুলির পরিচালনার নজরদারিতে স্বাস্থ্য দফতরের পরামর্শদাতা নিয়োগ

স্বাস্থ্য দফতরের বড়সড় পদক্ষেপ । মেডিক্যাল কলেজগুলির পরিচালনার ওপর নজরদারিতে স্বাস্থ্য দফতর একজন করে পরামর্শদাতা নিয়োগ করেছে। রাজ্যের ২২টি মেডিক্যাল কলেজের নজরদারিতে বেশ কিছু চিকিৎসক ও স্বাস্থ্য আমলাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

কলকাতার এস এস কে এম হাসপাতালের কাজকর্মে এবার থেকে নজর রাখবেন খোদ রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডাঃ কৌস্তভ নায়েক। এনআরএস এবং মেডিক্যাল কলেজের কাজকর্মে নজরদারির ভার দেওয়া হয়েছে স্বাস্থ্য শিক্ষা বিভাগের বিশেষ সচিব ডাঃ অনিরুদ্ধ নিয়োগীকে।

স্বাস্থ্য শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ শাখার প্রায় সব আধিকারিক কোনও না কোনও মেডিক্যাল কলেজের কাজকর্মে নজর রাখবেন।

 

Previous articleপ্রায় ২১ ঘণ্টা পরে কলকাতা বিমানবন্দরে উড়ান চালু
Next articleকাঁথি কলেজের স্ট্রং রুমে লুকিয়ে দুই বিজেপি কর্মী! ধরা পড়তেই ব্যাপক চাঞ্চল্য