ইস্যু স্বাস্থ্যপরীক্ষা, জামিনের মেয়াদ সাতদিন বাড়ানোর আর্জি কেজরির

৪ জুন নির্বাচনের ফলাফল। নতুন করে সাতদিনের জামিন বেড়ে গেলে তিনি নির্বাচনের ফলাফলের সময় জেলের বাইরে থাকতে পারবেন

অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষ হচ্ছে ১ জুন। আগেভাগেই সেই জামিনের মেয়াদ আরও ৭দিন বাড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অরবিন্দ কেজরিওয়াল। বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা জরুরি তাঁর। তাই এই আবেদন।

আম আদমি পার্টি (আপ) জানিয়েছে গ্রেফতারের পর কেজরিওয়ালের ৭ কেজি ওজন কমেছে এবং তার শরীরে কেটোনের মাত্রা খুব বেশি। এগুলি কোনো গুরুতর রোগের লক্ষ্মণ হতে পারে। ম্যাক্স হাসপাতালের চিকিৎসকরা তাকে পরীক্ষা করেন। তাকে পিইটি-সিটি স্ক্যান এবং অন্যান্য অনেক পরীক্ষা করাতে হবে। তাই তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য ৭ দিন সময় চেয়েছেন।

১০ মে সুপ্রিম কোর্টে তাঁর অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করার সময় বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তর ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানায় দেড় বছর দেরি হয়ে যাওয়া আবগারি মামলায় সচেতনভাবেই জামিন পেতে পারেন কেজরিওয়াল। পাঁচ বছরে একবার অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে প্রচারের জন্য জামিন মঞ্জুর হয় কেজরির। ৪ জুন নির্বাচনের ফলাফল। নতুন করে সাতদিনের জামিন বেড়ে গেলে তিনি নির্বাচনের ফলাফলের সময় জেলের বাইরে থাকতে পারবেন।

Previous articleজগদ্দলের বিধায়ককে খুনের হুমকি, তল্লাশিতে পুলিশ
Next articleশক্তিক্ষয় রেমালের, দক্ষিণ থেকে উত্তরে ব্যাপক বৃষ্টির সতর্কতা