শক্তিক্ষয় রেমালের, দক্ষিণ থেকে উত্তরে ব্যাপক বৃষ্টির সতর্কতা

সোমবার রাজ্যের সব জেলায় বৃষ্টির সতর্কতা যেমন থাকছে, তেমনই মঙ্গলবার থেকে রেমালের গতি উত্তরমুখী হওয়ায় দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম

ল্যান্ডফলের পরে আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই শক্তি হারালো রেমলা। ক্রমশ উত্তর-উত্তর পূর্ব দিকে এগিয়ে যাওয়া ঘূর্ণিঝড় দুদিনে পরিণত হবে গভীর নিম্নচাপে। যার ফলে রাজ্যের দক্ষিণ থেকে উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।

তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ২ জুন পর্যন্ত রাজ্যে বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি থাকবে। সোমবার রাজ্যের সব জেলায় বৃষ্টির সতর্কতা যেমন থাকছে, তেমনই মঙ্গলবার থেকে রেমালের গতি উত্তরমুখী হওয়ায় দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম।

সোমবার দুর্যোগের পূর্বাভাস

কমলা সতর্কতা (ভারী থেকে অতি ভারী বৃষ্টি) – দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি

হলুদ সতর্কতা (ভারী বৃষ্টি) – দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, দার্জিলিং, কালিম্পং

গোটা বাংলায় ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা ঝোড়ো হাওয়া

উপকূল এলাকায় দুপুরে ৬০-৭০ কিমি প্রতি ঘণ্টা ঝোড়ো হাওয়া

উপকূল এলাকায় সন্ধ্যায় ৫০-৬০ কিমি প্রতি ঘণ্টা

মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাস

কমলা সতর্কতা (ভারী থেকে অতি ভারী বৃষ্টি) – জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার

হলুদ সতর্কতা (ভারী সতর্কতা) – দার্জিলিং, কালিম্পং

দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া

বুধ, বৃহস্পতি, শুক্র ও শনিবার – দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি

উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলায় হালকা বৃষ্টি

২ জুন – দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় হালকা বৃষ্টি

গোটা রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি

 

Previous articleইস্যু স্বাস্থ্যপরীক্ষা, জামিনের মেয়াদ সাতদিন বাড়ানোর আর্জি কেজরির
Next articleআইপিএল শেষ হতেই মাঠ কর্মীদের জন্য বিশেষ ঘোষণা বোর্ড সচিবের