Friday, August 22, 2025

আগেই জানিয়েছিলেন ভোট পর্যন্ত তিনি থাকবেন নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে (Diamond Harbour)। সেই মতো গত সাত দিন ধরে ডায়মন্ডহারবার চষে ফেলছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ঘূর্ণিঝড় রেমালের কারণে দুদিন রাজনৈতিক কর্মসূচি বাতিল করে স্থানীয় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন অভিষেক। অটোতে চড়ে ঘুরে বেরিয়েছেন ত্রাণ শিবিরে। দুর্গত মানুষদের কী প্রয়োজন দেখেছেন তিনি। মঙ্গলবার ফের প্রচারে নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রথমে বিষ্ণুপুরে সভার পর বিকেলে কামারপোল পালের মোড় থেকে সরিষা ২৪৬ মোড় পর্যন্ত রোড শো করেন তিনি। আর প্রতিবারের মতো জনজোয়ারে ভাসলো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের রোড শো।

বাড়ি দক্ষিণ কলকাতায় হলেও, এখন ডায়মন্ড হারবারের ঘরের ছেলে অভিষেক (Abhishek Banerjee)। যে কোনও দরকারে এলাকার সাংসদকে পাশে পান স্থানীয়রা। ষষ্ঠদফার ভোটগ্রহণ শেষ। ১ জুন সপ্তম দফাতে ভোট ডায়মন্ড হারবার কেন্দ্রে। তার আগেই দুদিন ঘূর্ণিঝড় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন অভিষেক। রাজনীতির রং না দেখে বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। এদিন বিকেলে আবেগে ভেসে কামারপোল পালের মোড় থেকে সরিষা ২৪৬ মোড় পর্যন্ত রোড শো করেন হুড খোলা গাড়িতে রোড শো করেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল প্রার্থী। তৃণমূলের প্রতীক, ব্যানার, বেলুনে বর্ণাঢ্য রোড-শো-এ উচ্ছ্বিসত তৃণমূলের কর্মী-সর্মথকরা। তাঁদের হাতে প্ল্যাকার্ডে লেখা, “We Love AB”। হাত নেড়ে উপস্থিত জনতার উচ্ছ্বাসের জবাব দেন অভিষেক। হুড খোলা গাড়ি থেকে গোলাপের পাঁপড়ি উড়িয়ে দেন অভিষেক। উদ্বেল হয়ে ওঠে জনতা। রাস্তার পাশাপাশি স্থানীয় সাংসদকে দেখতে বাড়ির ছাদ, বারান্দাও ভিড় জমান উৎসাহী মানুষ।

লোসকভা নির্বাচনের আগে থেকেই বাংলাজুড়ে সাংগঠনিক বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বাংলার মানুষকে নাজেহাল করে ৭ দফায় ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন। ফলে প্রায় ৩ মাস ধরে দলীয় প্রার্থীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণ জনসভা, রোড শো করছেন অভিষেক। শেষ দফায় ভোট তাঁর নিজের কেন্দ্রে। তিনি আগেই জানিয়েছিলেন, আগামী ৭দিন থাকবেন দক্ষিণ চব্বিশ পরগনাতেই। এদিন অভিষেক ম্যাজিকে জনজোয়ার বজবজের রাস্তায়।


Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version