Wednesday, August 20, 2025

জয়া ভাদুড়ির আইকনিক চরিত্রে দেবলীনা দত্ত! মঞ্চ পাচ্ছে নতুন ‘ধন্যি মেয়ে’

Date:

‘রাধে, মনটা রেখে এলি বল কোন মথুরায়? ‘ – ধীর পায়ে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ‘মনসা’ রূপী জয়া ভাদুড়ি (Jaya Bhaduri)। গ্রীষ্মের দুপুর আর ব্যাকগ্রাউন্ডে সেই দরদী গান। দস্যি মেয়ে তখন অনেক শান্ত কিন্তু দর্শক আপ্লুত ‘ধন্যি মেয়ে’র (Dhanni Meye) কেরামতিতে। সাদাকালো পর্দার উজ্জ্বল সেই চরিত্র আর সিনেমা বঙ্গ জীবনের সারল্য খুব সহজেই ছুঁয়ে যেতে পেরেছে। এত বছর পরে সেই চরিত্র আবার জীবন্ত হবে,তবে সিনেমায় নয় বরং নাট্যমঞ্চে। আর সেখানেই বাংলা বিনোদনের জগতে নতুন ‘ধন্যি মেয়ে’ হয়ে উঠবেন অভিনেত্রী দেবলীনা দত্ত (Debleena Dutta Is Dhanni Meye)।

হোয়াটস অ্যাপ আর ইনস্টাগ্রামের যুগে বাঙালির পুরনো নস্টালজিয়াকে মাথায় রেখে ‘ধন্যি মেয়ে’ হয়ে ওঠা কি সহজ কাজ? জয়া ভাদুড়ির চরিত্রে পা গলানো দেবলীনা যথেষ্ট আত্মবিশ্বাসী। অমিতাভ পত্নীর চরিত্রের সঙ্গে তুলনা টানার প্রসঙ্গে তিনি বলছেন ‘‘জানি তো এটা হবে। আর এই ধরনের চ্যালেঞ্জ বরাবর নিতে ভালবাসি। সেই ধারাবাহিক ‘এক আকাশের নীচে’-র সময় থেকে। ওই ধারাবাহিকে অদিতি চট্টোপাধ্যায়ের ছেড়ে যাওয়া চরিত্রকে নতুন করে জনপ্রিয় করার দায়িত্ব আমার কাঁধে বর্তেছিল। পেরেছিলাম কিন্তু।’’ মঞ্চ, ছবি, সিরিজ় পরিচালক বাপ্পা এই নাটকটি পরিচালনা করবেন। পর্দার গল্প অনুসরণ করে, সেই স্বাদ বজায় রেখেই মঞ্চস্থ করা হবে নাটকটি। অর্থাৎ, ২২ জনের টিম নিয়ে জমজমাট ফুটবলের লড়াই থাকছে। কিন্তু উত্তম কুমারের চরিত্রে কে? অভিনেত্রী বলছেন, সৌম্য বন্দ্যোপাধ্যায়কে (Soumya Banerjee) মহানায়ক অভিনীত কালী দত্তের ভূমিকায় দেখা যাবে। অভিনেত্রীর বিপরীতে ‘বগলা’ চরিত্রে থাকবেন মঞ্চের জনপ্রিয় অভিনেতা সুমিত কুমার রায়। একই ভাবে ‘বগলা’র বৌদির চরিত্রে থাকবেন মঞ্চের আরও এক অতি পরিচিত অভিনেত্রী, বিন্দিয়া ঘোষ। ‘মনসা’র ‘মামা’ মানে জহর রায়ের চরিত্র মঞ্চস্থ করবেন অভিজি গুহ। সিনেমার একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল ফুটবল ম্যাচ। মঞ্চে দুই দলের ফুটবল খেলাও দেখানো হবে! ইতিমধ্যেই জোরকদমে মহড়া শুরু হয়ে গিয়েছে। আগামী মাসের শেষেই বাংলা নাট্য জগত দেখবে নতুন ‘ধন্যি মেয়ে’কে।

 

Related articles

দিল্লিতে ফের স্কুল ওড়ানোর হুমকি! স্নিফার ডগ নিয়ে চলছে তল্লাশি

সাতসকালে রাজধানীতে চাঞ্চল্য, দিল্লির দুই স্কুলে বোমা হুমকির (Bomb threat in Delhi Schools) জেরে রীতিমতো আতঙ্কিত অভিভাবক -...

টার্গেট বিরোধী মুখ্যমন্ত্রীরা! নয়া সংশোধনী বিল আনছে কেন্দ্র

ভোটের ময়দানে পরাস্ত করতে না পেরে এবার ঘুরপথে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের টার্গেট করতে চলেছে কেন্দ্র সরকার (Central...

ডুরান্ড সেমিতে আজ ডায়মন্ড বাহিনীর অঘটন নাকি লাল-হলুদ মশাল!

বুধের ময়দানে মেগা ম্যাচ। অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) নাকি কিবু ভিকুনা (Kibu Vicuna), যুবভারতীর মাঠ আজ কার দাপট...

কেন্দ্রের তিন সংশোধনী বিলের বিরোধিতায় আজ সকাল দশটায় বৈঠক ইন্ডিয়া ব্লকের

বুধবারই লোকসভায় (Loksabha) তিনটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে কেন্দ্র সরকার। আজই কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান...
Exit mobile version