Tuesday, August 26, 2025

“আরে হ্যাম তো ফকির আদমি হ্যায়….ঝোলা লেকে চল পরেঙ্গে জি…!” লোকসভা ভোট প্রচারে দেশজুড়ে এমন বুলি আওড়াতে আওড়াতে মানুষের সহানুভূতি কুড়াতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দলীয় সমর্থকদের হাততালি পাচ্ছেন বটে, কিন্তু বাস্তব বলছে অন্য কথা! মোদির এহেন “জুমলা”কে কটাক্ষ করতে দেরি করেনি বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। যে মানুষটি ভোটের বাজারে নিজেকে “ফকির” বা “ভিক্ষুক” বলে দাবি করেন, আসলে তাঁর লাইফস্টাইল জমিদারদের মতো, অভিযোগ তৃণমূলের। তা না হলে একজন মানুষের হোটেল খরচ কীভাবে ৮০ লক্ষ টাকা হয়, প্রশ্ন তৃণমূলের।

ঘটনা ঠিক কী? এক বছরেরও বেশি সময় ধরে বেঙ্গালুরুর এক বিলাসবহুল হোটেলের ৮০ লক্ষ ৬০ হাজার টাকা বিল মেটায়নি কেন্দ্রীয় সরকার। ঘটনাচক্রে, প্রধানমন্ত্রী নরেন্দ্র ম‌োদিকে আপ্যায়নের জন্যই জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ (এনটিসিএ)-কে ওই বিল পাঠিয়েছিলেন কর্নাটকের মাইসুরুর সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষ। বকেয়া টাকা না পেয়ে এবার হোটেল কর্তৃপক্ষ সাফ জানায়, আগামী ১ জুনের মধ্যে বিল না পেলে তারা আদালতের দ্বারস্থ হবে। যদিও কর্নাটকের বন ও পরিবেশমন্ত্রী তথা কংগ্রেসের নেতা ঈশ্বর খাণ্ডারে জানিয়েছে, তারা ওই হোটেলের বিল মিটিয়ে দেব।

উল্লেখ্য, গত বছর এপ্রিলে মাইসুরুতে ‘প্রজেক্ট টাইগার’ প্রকল্পের ৫০ বছর পূর্তি উৎসবে যোগ দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। সে সময় ওই রাজ্যে বিধানসভা ভোটের কারণে কর্নাটকে আদর্শ নির্বাচনী আচরণবিধি চালু থাকায় সে রাজ্যের সরকার আয়োজকের তালিকায় থাকতে পারেনি। এনটিসিএ এবং কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক ছিল আয়োজনে। সেখানে মোদির থাকা-খাওয়া বাবদ হোলেটের বিল হয়েছিল ৮০ লক্ষ টাকারও বেশি। সেই বিল এখনও বকেয়া!

আরও পড়ুন- গাজার শরণার্থী শিবিরে হামলা ‘মর্মান্তিক ভুল’, কী বললেন ইজরায়েলের প্রধানমন্ত্রী

 

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version