কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যে প্রায় পাঁচ লক্ষ ওবিসি (Other Backward Classes) সার্টিফিকেট বাতিল করা হয়েছে। এই ঘটনাটি রাজ্যের শিক্ষার্থীদের, বিশেষ করে যারা ওবিসি কোটায় ভর্তি ও সুবিধা পেত তাদের জন্য ব্যাপক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? রাজ্য শিক্ষা দফতর থেকে কি জানানো হচ্ছে?

কী জানিয়েছেন শিক্ষা দফতর-


ভর্তি (Admission): বাতিল সার্টিফিকেট ব্যবহার করে যারা আগে থেকেই ভর্তি হয়েছেন তাদের ক্ষেত্রে প্রভাব পড়বে না। তবে, নতুন করে ভর্তির ক্ষেত্রে স্কুল বা কলেজে এই সার্টিফিকেট ব্যবহার করা যাবে না।

কাউন্সেলিং (Counselling): বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে যেখানে ভর্তি হতে হয় রেজাল্ট বেরোনোর পর কাউন্সেলিং এর মাধ্যমে তারা কিন্তু সিট পায়। যেমন পশ্চিমবঙ্গ জয়েন্ট পরীক্ষা, কিংবা নার্সিং পরীক্ষা। যেহেতু, ফর্ম ফিলাপের সময় তারা ওবিসি কোটা ব্যবহার করেছিল, তাই কাউন্সিলিংয়ের সময়ও তারা সিট পাবে। কারণ রাজ্যের যে সিট ম্যাট্রিক্স (Seat Matrix) রয়েছে, অর্থাৎ সংরক্ষিত যে আসন সেখানে ইতিমধ্যই পরিবর্তন করা কিন্তু সম্ভব নয়।


পরীক্ষা (Exam): বাতিল সার্টিফিকেট ব্যবহার করে কোটা সুবিধা পেয়ে যারা আগেকার পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করেছেন তাদের ফলাফল বাতিল হবে না। তবে, নতুন করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য এই সার্টিফিকেট ব্যবহার করা যাবে না।

স্কলারশিপ (Scholarship): ইতিমধ্যে বাতিল সার্টিফিকেট ব্যবহার করে যারা স্কলারশিপ পেয়েছেন তাদের ক্ষেত্রে প্রভাব পড়বে না, এমনকি যারা ইতি মধ্যেই আবেদন করে সুবিধা পাচ্ছেন, তারা সেই কোর্সের জন্য পেয়ে যাবেন। তবে, নতুন করে স্কলারশিপের জন্য আবেদন করার ক্ষেত্রে এই সার্টিফিকেট ব্যবহার করা যাবে না।

ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে কলকাতা হাই কোর্টের রায় তিনি মানছেন না, তা বুধবারই স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা গিয়েছে উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে রাজ্য সরকার।

আরও পড়ুন- নয়া সংযোজন বাংলা শিক্ষা পোর্টালে, এবার থেকে পড়ুয়াদের চিনিয়ে দেবে ‘পেন’
