বাবার পরে ‘ভিলেন’ ছেলে! ব্রিজভূষণের ছেলের কনভয়ের ধাক্কায় মৃত্যু ২ শিশুর, তীব্র নিন্দা তৃণমূলের

ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brijbhushaan Sharan Singh) পুত্র তথা গেরুয়া শিবিরের প্রার্থী করণভূষণ সিংয়ের (Karan Bhushan Singh) কনভয়ের ধাক্কায় মৃত্যু হল দুই শিশুর (Child)। পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও এক শিশু। বুধবার ঘটনাটি ঘটেছে যোগীরাজ্যের গোণ্ডায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ভারতের কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিং। তাঁর বিরুদ্ধে কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগে মামলা চলছে। দেশের সেরা কুস্তিগিররা রাস্তায় নেমে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন। যার জেরে চলতি লোকসভা ভোটে একপ্রকার বাধ্য হয়েই তাঁকে টিকিট না দিয়ে তাঁর ছেলে করণভূষণকে টিকিট দেয় বিজেপি। ব্রিজভূষণের বদলে কাইজারগঞ্জ থেকে বিজেপির টিকিটে প্রার্থী তাঁর ছেলে। আর তাঁর বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ।

সূত্রের খবর, বিজেপি প্রার্থী করণভূষণের কনভয়টি কর্নেলগঞ্জ-হুজুরপুর রোড ধরে হুজুরপুরের দিকে যাচ্ছিল। বৈকুণ্ঠ ডিগ্রি কলেজের কাছে তিন শিশু রাস্তা পার হওয়ার সময় কনভয়ের একটি গাড়ি তাদের ধাক্কা মারে। দু’জন শিশুরই ঘটনাস্থলে মৃত্যু হয় বলে খবর। এরপরেই গাড়িটিকে ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণএ আনে। গাড়িটি বাজেয়াপ্ত করে দুই শিশুর দেহ উদ্ধার করে নিয়ে যায়। গাড়িচালককেও গ্রেফতার করা হয়। এই ঘটনায় আরও এক শিশু আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

তবে এমন ঘটনার বিরোধিতায় সরব তৃণমূল কংগ্রেস (TMC)-সহ বিরোধীরা। এদিন এক্স হ্যান্ডেলে ক্ষোভপ্রকাশ করে তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের অভিযোগ, মোদির পরিবারের একজন সদস্যের বেপরোয়া গাড়ির গতি প্রাণ কেড়েছে দুই শিশুর। তৃণমূল সাংসদ সাকেত গোখলে নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, মর্মান্তিক খবর! যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজ ভূষণের ছেলের গাড়ির বেপরোয়া গতির বলি ২ শিশু, এক মহিলা গুরুতর আহত হয়েছেন বলে খবর। এরপরই লখিমপুরের মর্মান্তিক ঘটনার কথা মনে করিয়ে সাকেতের অভিযোগ, এদিনের ঘটনা বিজেপি মন্ত্রী অজয় টেনির ছেলের কথা মনে করিয়ে দেয়, যিনি নির্বিচারে কৃষকদের গাড়িতে পিষে মেরেছিলেন। এরপরই সাকেতের প্রশ্ন তবে বিজেপি কি ধর্ষক বাবার বদলে একজন খুনিকে প্রার্থী করল?

পাশাপাশি এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ। তাঁর অভিযোগ, মর্মান্তিক! বিজেপি প্রার্থী করণ ভূষণ সিংয়ের কনভয় দুটি শিশুকে পিষে মেরেছে। ঘটনায় এক মহিলাও গুরুতর আহত হয়েছেন। যেভাবে ২০২১ সালে বিজেপির মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র লখিমপুরের কৃষকদের উপর দিয়ে নির্বিচারে গাড়ি চালিয়ে পিষে মারেন। নয়ডার মিডিয়া এখন বিজেপির ভাবমূর্তি উজ্জলে বিভোর।

তবে শেষ পাওয়া খবরে কর্নেলগঞ্জ থানায় ইতিমধ্যেই একটি মামলা রুজু হয়েছে। দুর্ঘটনার সময় করণভূষণ ওই কনভয়ে উপস্থিত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও পুলিশ এই বিষয়ে এখনও মুখ খোলেনি। প্রাথমিক রিপোর্টেও করণভূষণের নামের উল্লেখ নেই বলে সূত্রের খবর।

Previous articleহারাতঙ্কে ভুগছেন বিজেপির সৌমিত্র! স্ট্রংরুমে EVM সুরক্ষিত, স্পষ্ট জানালেন DM-SP
Next articleটি- টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকবেন সচিন তেন্ডুলকর