Monday, November 10, 2025

লোকসভা নির্বাচনের শেষদফার ভোটের প্রচার চলছে জোরকদমে। উত্তর থেকে দক্ষিণ কলকাতা ছুটে বেড়াচ্ছেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার মধ্যেই বুধবার পূর্ব ঘোষণা মতো দক্ষিণ ২৪ পরগনার ঘূর্ণিঝড় ‘রেমাল’ বিপর্যস্ত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। বারুইপুরের প্রচার সভা থেকে বেরিয়ে হেলিকপ্টারে তিনি ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি আকাশপথে পরিদর্শন করেন।দক্ষিণ ২৪ পরগনার বিস্তৃর্ণ অঞ্চল দিয়ে বয়ে গিয়েছে সাইক্লোন। সাগর, নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ-সহ একাধিক জায়গায় ঝড়ে ব্যাপক প্রভাব পড়েছে। নষ্ট হয়েছে ক্ষেতের ফসল। ভেঙে পড়েছে মাটির বাড়ি ঘর, গাছপালা। আর্থিক ক্ষয়ক্ষতির বিস্তারিত পর্যালোচনা এখনও চলছে। তার মধ্যে নিজেই ক্ষতিগ্রস্ত এলাকার হল হকিকত খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী।

এর আগে সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানিয়েছেন, ঘূর্ণিঝড় এলাকার দুর্গতদের পাশে রাজ্য সরকার রয়েছে। প্রয়োজনীয় সমস্ত সাহায্য করা হবে। ঝড়ে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারও আর্থিক সাহায্য পাবেন। শুধু তাই নয়, নির্বাচনী বিধিনিষেধ উঠলেই ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় যাবেন বলেও জানান মুখ্যমন্ত্রী। ত্রাণের কাজ যথাযথভাবে যাতে হয় সেই বিষয়েও প্রশাসনকে পরামর্শ দিয়েছেন মমতা। প্রশাসন সম্পূর্ণভাবে দুর্গতদের পাশে রয়েছে- বার্তা মুখ্যমন্ত্রীর।

সাইক্লোন রেমাল পশ্চিমবঙ্গের উপকূল এলাকা ছুঁয়ে গিয়েছে। সুন্দরবন এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে। তবে লক্ষ লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য প্রশাসন প্রশংসনীয় ভূমিকা নিয়েছে। ফলে বড় অঘটন এড়ানো গিয়েছে। প্রশাসনের রেমাল যোদ্ধাদের ভূমিকার প্রশংসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।







Related articles

শিলিগুড়ির মহাকাল মন্দিরের ট্রাস্ট গঠন মুখ্যমন্ত্রীর, মুখ্যসচিবের নেতৃত্বে থাকছেন কারা!

অক্টোবরে উত্তরবঙ্গে গিয়েই জানিয়েছিলেন শিলিগুড়িতে হবে সবচেয়ে বড় মহাকাল মন্দির (Mahakal Temple)। সেই মতো ট্রাস্ট গঠন করে দিলেন...

বিশ্বমঞ্চে সম্মানিত বাংলার মুখ্যমন্ত্রী, মমতাকে D’Litt উপাধি দিচ্ছে জাপানের বিশ্ববিদ্যালয়

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরে এবার জাপানের (Japan) একটি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি’লিট পাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মি টু! সিনে দুনিয়ার ভয়ঙ্কর কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন রেণুকা সাহানে

রবিবার মানেই জনপ্রিয় ফ্যামিলি ড্রামা 'হাম আপকে হ্যায় কৌন'। আর সেই ছবি মানেই রেণুকা সাহানে (Renuka Shahane)। কিন্তু...

উৎসবের পরেই সংক্রমণের উর্ধ্বগতি! রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট, সতর্ক স্বাস্থ্য দফতর

উৎসবের আমেজ কাটতে না কাটতেই রাজ্যে ফের মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্টে দেখা গেছে, শুধু...
Exit mobile version