ধ্যানে বসুন, সংবাদমাধ্যমে প্রচার করলেই কমিশনে নালিশ: মোদিকে তুলোধনা মমতার

লোকসভা ভোটের প্রচার শেষ হলে ধ্যানে বসবেন। মঙ্গলবার, একথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার, যাদবপুর কেন্দ্রের দলীয় প্রার্থী সায়নী ঘোষের হয়ে বারুইপুরের প্রচার সভা থেকে এই নিয়ে মোদিকে তুলোধনা করেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঘুরে পথে প্রচারের জন্যেই এই ছক বলে অভিযোগ। এটি নিয়ে সংবাদ মাধ্যমে প্রচার করা হলে, নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে বলেও জানান মমতা।লোকসভা ভোটের প্রচার শেষের পর তামিলনাড়ুর কন্যাকুমারীতে দু’দিন ধ্যানে বসবেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। এই বিষয়কে নিশানা করে তৃণমূল সুপ্রিমো বলেন, “লোকে যখন পুজো করেন, তখন ক্যামেরার সামনে করেন? উনি সমুদ্রের হাওয়া খেতে প্রচার চালাবেন। নির্বাচনের পরে এ ভাবে প্রচার করতে পারেন না। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানাব। উনি ধ্যান করতেই পারেন, কিন্তু সংবাদমাধ্যম তা দেখাতে পারে না। কারণ তা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে।“

মোদিকে তীব্র কটাক্ষ করে মমতা বলেন, “ধ্যান করলেই ক্যামেরা ছুটবে। প্রতি বার দেখবেন, নির্বাচনের শেষ দফার ৪৮ ঘণ্টা আগে কোথাও না কোথাও ঢুকে বসে থাকেন। আর লোককে দেখায়, ধ্যান করছি।“ খোঁচা দিয়ে তৃণমূল সভানেত্রী বলেন, “সমুদ্রের উপর একটা ভাল জায়গা। ওখানে লোকে ঘুরতে যান, স্বামীজি খুব ভালবাসতেন। আর সেখানে গিয়ে উনি ধ্যান করবেন। উনি নাকি দেবতার থেকেও বড় দেবতা। তাই যদি হয়, তবে ওঁর ধ্যান করার কী প্রয়োজন, লোকে ওঁর ধ্যান করবে।“

রেমাল নিয়েও মোদিকে নিশানা করেন মমতা (Mamata Banerjee)। জনসভা থেকে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, দিল্লি থেকে তিনি সাইক্লোনের উপর নজর রেখেছেন। তাঁকে কটাক্ষ করেন মমতা বলেন, “উনি নাকি বলছেন সাইক্লোন আটকেছেন। রাজপ্রাসাদে বসে কাকদ্বীপের স্লাইকোন আটকেছেন। আমরা সারা রাত রাস্তায় থেকে দুর্যোগ মোকাবিলা করলাম, আর এখন উনি বলছেন স্লাইকোন আটকেছেন।“ তীব্র আক্রমণ করে মমতা বলেন, “কাকদ্বীপ থেকে মিটিং করে উনি বলছেন বাঁধের টাকা দিয়েছেন, তৃণমূল নাকি খেয়ে নিয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, বাঁধের জন্য একটা টাকাও দেয়নি।“ এরপরেই তৃণমূল সুপ্রিমো জানান, “আমার আজ এখানে সভা করার কথা ছিল না। তবে পরে মনে হল, বিজেপির মিথ্যাচারের জবাব দেওয়ার প্রয়োজন আছে। তাই এসেছি। ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ করুক বিজেপি।“







Previous articleক্যানিং-এ চলন্ত অটোর উপর ভেঙে পড়ল নির্মীয়মাণ বিল্ডিং!
Next articleরেলের আবাসন হবে, কাটা হল ৮৪০টি গাছ! সরব পরিবেশ কর্মীরা