Friday, November 7, 2025

বাড়ল জটিলতা, ঝুলেই কেজরির জামিনের মেয়াদ বাড়ার সম্ভাবনা

Date:

সুপ্রিম কোর্টের নির্দেশেই ১ জুন পর্যন্ত ভোট প্রচারে অন্তর্বর্তী জামিনে জেলের বাইরে আসতে পেরেছেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। সেই সর্বোচ্চ আদালতেরই নির্দেশ ছিল জামিনের আবেদন নিয়ে তিনি ট্রায়াল কোর্টের (Trial court) দ্বারস্থ হতে পারেন। সেই যুক্তিতে জামিনের মেয়াদ সাতদিন বাড়ানোর কেজরিওয়ালের আবেদন শুনবে না সর্বোচ্চ আদালত। বুধবার জানিয়ে দেওয়া হল সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের (Registrar) তরফে। ফলে ২ জুন ফের জেলে ফিরে যাওয়ার সম্ভাবনাই প্রবল হল কেজরিওয়ালের।

মঙ্গলবার সর্বোচ্চ আদালতের অবসরকালীন বেঞ্চে শারীরিক পরীক্ষার কারণ (health issues) দেখিয়ে অন্তর্বর্তী জামিনের মেয়াদ সাতদিন বাড়ানোর আবেদন করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জেলে থাকাকালীন তাঁর ওজন যেভাবে কমেছে, তাতে ডাক্তার তাঁকে যেসব স্বাস্থ্য পরীক্ষার জন্য বলেছে, তার জন্যই আরও সাতদিন সময় তাঁর লাগবে বলে জানানো হয়েছিল আপ-এর পক্ষ থেকে। মঙ্গলবার সেই মামলা সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি জে কে মাহেশ্বরী ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের অবসরকালীন বেঞ্চে ওঠে।

সেই আবেদনের প্রেক্ষিতে আদালত জানিয়েছিল পুরোনো মামলার সঙ্গে সম্পর্কযুক্ত না হওয়ায় এই মামলা প্রধান বিচারপতির (Chief Justice) ডিভিশন বেঞ্চই শুনতে পারে। সেই মতো বুধবার প্রধান বিচারপতির বেঞ্চে সেই মামলা নথিভুক্ত করতে গেলে রেজিস্ট্রার সেই মামলা তালিকাভুক্ত করতে প্রত্যাখ্যান করে। এবার জামিনের সময়সীমা আদৌ বাড়বে কি না কেজরির, তা নিয়ে তৈরি হল বড়সড় প্রশ্ন।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version