শেষদফার প্রচারের বাকি আর একদিন। বুধবার, জনসভার পর সন্ধেয় যাদবপুর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী সায়নী ঘোষের (Saoni Ghosh) হয়ে রোড শো করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। সাড়ে সাতটা নাগাদ বারুইপুরে খাসমোল্লিক থেকে পদ্মপুকুর সোনারতরী পর্যন্ত সায়নীকে পাশে নিয়ে ট্যাবলোতে ব়্যালি করেন অভিষেক। ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়-সহ স্থানীয় নেতারা। যতই রোড শো এগিয়েছে ততই বেড়েছে ভিড়। পথের দুধারে উপচে পড়ছে মানুষ। অভিষেককে একঝলক দেখতে রাস্তার পাশাপাশি বাড়ির বারান্দা, ছাদেও ভিড়ে করেন স্থানীয়রা।
লোসকভা নির্বাচনের আগে থেকেই বাংলাজুড়ে সাংগঠনিক বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রায় ৩ মাস ধরে দলীয় প্রার্থীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণ জনসভা, রোড শো করছেন অভিষেক। শেষ দফায় ভোট তাঁর নিজের কেন্দ্রেও। তিনি আগেই জানিয়েছিলেন, আগামী ৭দিন থাকবেন দক্ষিণ চব্বিশ পরগনাতেই। এর মধ্যেও দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করছেন দলের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।