Thursday, November 6, 2025

জগন্নাথের চন্দনযাত্রায় বাজি বিস্ফোরণে মৃত ৩, আহত ৩০! শোকপ্রকাশ মমতার

Date:

রথযাত্রার আগে শোকের ছায়া পুরীর জগন্নাথ মন্দিরে (Jagannath temple Puri)। চন্দন যাত্রায় (Chandan Yatra) বাজি বিস্ফোরণে মৃত ৩ আহত অন্তত ৩০। এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার রাতেই পুরীতে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ঐতিহ্যবাহী অনুষ্ঠানে এত মানুষের জমায়েতের মধ্যে কী করে এমন ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীরা আঙুল তুলছেন নবীন পট্টনায়কের সরকারের দিকে। বাজি বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুনে ঝলসে যান কমপক্ষে ১৫ জন পুণ্যার্থী, পরে আরও ১৫ জন দগ্ধ হন। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। এর মাঝেই বৃহস্পতিবার সকালে তিনজনের মৃত্যুর খবর মিলেছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। এক্স হ্যান্ডেলে মমতা লিখেছেন, ‘‘পুরীতে ভগবান জগন্নাথের চন্দন যাত্রার সময় বাজি বিস্ফোরণের ঘটনা জেনে হতভম্ব। বেশ কয়েক জন আহত হয়েছেন। তাঁদের দ্রুত এবং সুস্থতার জন্য প্রভুর কাছে প্রার্থনা করুন। ওড়িশা সরকারের পাশে রয়েছি।’’

শ্রীক্ষেত্র পুরীতে ধুমধাম করে রথযাত্রা (Rathayatra) পালিত হয়। এই উৎসবের আগে চন্দন যাত্রা নিয়ে ভক্তদের মধ্যে একটা উন্মাদনা কাজ করে। এই রীতি বহুদিনের অথচ কেন মন্দির কর্তৃপক্ষ এবং প্রশাসনের তরফে নিরাপত্তার দিকে জোর দেওয়া হয়নি তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। অনেকেই এর মধ্যে অশনি সংকেত খুঁজে পেয়েছেন। নরেন্দ্র পুস্করিনীতে বাজি ফাটানোর সময় আগুনের ফুলকি থেকেই দুর্ঘটনা বলে অনুমান। কেউ কেউ প্রাণে বাঁচতে ঝাঁপ দেন সরোবরের জলে। প্রায় ৩০ জন ঝলসে যান বলে জানা গিয়েছে। এদের মধ্যে একাধিক শিশুও রয়েছে। আহতদের চিকিৎসার ভার গ্রহণ করেছে ওড়িশা সরকার (Odisha Government)। শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও।


 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version