ছয় দফায় লোকসভা ভোট (Loksabha Election) সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। আগামী ১ জুন সপ্তম দফার ভোটগ্রহণ। বৃহস্পতিবারই প্রচারের শেষ দিন। এই আবহে ইন্ডিয়া ব্লকের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে বড় ঘোষণা করল কংগ্রেস (Congress) লোকসভা ভোটে ইন্ডিয়া জোট জিতছেই, এমন দাবি করে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ (Jairam Ramesh) জানালেন, ফলপ্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রী বাছাই করা হবে। তিনি আরও স্পষ্ট করে দেন, আমরা জয় পেলেও মহত্বের মধ্য দিয়ে অর্জন করব। কারণ ইন্ডিয়ার দুটি আইয়ের অর্থ হল ইনসানিয়ত এবং ইমানদারি। জয়ের পরেও কোনও প্রতিহিংসা রাজনীতি করা হবে না।
বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে রমেশ বলেন, শরিক দলগুলির মধ্য প্রধানমন্ত্রী বাছাইয়ে কোনও সমস্যা হবে না কারণ, যে দল সব থেকে বেশি আসনে জিতবে, তারাই প্রধানমন্ত্রী পদের স্বাভাবিক দাবিদার হবে। পাশাপাশি তিনি জোর গলায় জানিয়ে দেন এনডিএ ২৭২-এর ম্যাজিক ফিগার পার করতে পারবে না। তবে ইন্ডিয়া জোটের সরকারের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হলে এনডিএ-তে থাকা অনেক দলই তাদের দিকে ঝুঁকতে পারে। সেই সময় কংগ্রেস হাই কমান্ড তাদেরকে জোটে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান জয়রাম রমেশ।