Friday, November 7, 2025

“লোকসভা ভোটে INDIA জোট জিতছেই”: শেষ দফার আগেই ‘প্রধানমন্ত্রী’ বাছাই নিয়ে বড় ঘোষণা কংগ্রেসের

Date:

ছয় দফায় লোকসভা ভোট (Loksabha Election) সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। আগামী ১ জুন সপ্তম দফার ভোটগ্রহণ। বৃহস্পতিবারই প্রচারের শেষ দিন। এই আবহে ইন্ডিয়া ব্লকের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে বড় ঘোষণা করল কংগ্রেস (Congress) লোকসভা ভোটে ইন্ডিয়া জোট জিতছেই, এমন দাবি করে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ (Jairam Ramesh) জানালেন, ফলপ্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রী বাছাই করা হবে। তিনি আরও স্পষ্ট করে দেন, আমরা জয় পেলেও মহত্বের মধ্য দিয়ে অর্জন করব। কারণ ইন্ডিয়ার দুটি আইয়ের অর্থ হল ইনসানিয়ত এবং ইমানদারি। জয়ের পরেও কোনও প্রতিহিংসা রাজনীতি করা হবে না।

বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে রমেশ বলেন, শরিক দলগুলির মধ্য প্রধানমন্ত্রী বাছাইয়ে কোনও সমস্যা হবে না কারণ, যে দল সব থেকে বেশি আসনে জিতবে, তারাই প্রধানমন্ত্রী পদের স্বাভাবিক দাবিদার হবে। পাশাপাশি তিনি জোর গলায় জানিয়ে দেন এনডিএ ২৭২-এর ম্যাজিক ফিগার পার করতে পারবে না। তবে ইন্ডিয়া জোটের সরকারের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হলে এনডিএ-তে থাকা অনেক দলই তাদের দিকে ঝুঁকতে পারে। সেই সময় কংগ্রেস হাই কমান্ড তাদেরকে জোটে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান জয়রাম রমেশ।

এদিকে বৃহস্পতিবার থেকেই তামিলনাড়ুর কন্যাকুমারীতে বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী। সেই প্রসঙ্গে জয়রাম রমেশ উপহাস করে বলেন, ২০২২ সালের ৭ সেপ্টেম্বর ওখান থেকেই ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলেন রাহুল গান্ধী। আমি নিশ্চিত যে উনি অবসর নেওয়ার পর কীভাবে জীবন কাটাবেন তা নিয়েই মনোসংযোগে বসতে চলেছেন। তবে ইন্ডিয়া জোটের জয়ে ১০০ শতাংশ আশাবাদী রমেশ বলেন, আমি সংখ্যার দিকে যেতে চাইছি না। কিন্তু, জোর দিয়ে বলছি আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছি। তাঁর জোরাল দাবি, ২৭৩ আসন মানে সংখ্যাগরিষ্ঠতা লাভ। কিন্তু, নির্ণায়ক নাও হতে পারে। তাই আমি বলছি, আমরা নির্ণায়ক অর্থাৎ ২৭২টি আসনের বেশিই পেতে চলেছি।


Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...
Exit mobile version