টিম ইন্ডিয়ার কোচ বাছাইয়ের মাঝে ইঙ্গিত পূর্ণ পোস্ট সৌরভের, কী বললেন মহারাজ?

এদিন সকালে টুইটার একটি পোস্ট করেন সৌরভ।

টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় দলের কোচের পদ থেকে সরতে চলেছেন রাহুল দ্রাবিড়। তিনি আর টিম ইন্ডিয়ার কোচের পদে থাকবেন না। কোচ পদের জন্য বিজ্ঞাপণও দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে প্রায় ৩ হাজার আবেদন জমা পড়েছে। তবে সূত্রের খবর কোচ হওয়ার ক্ষেত্রে এগিয়ে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর। বিসিসিআই-এর পছন্দের তালিকায় প্রথমে তিনি। আর এরই মধ্যে কোচ নিয়ে বিরাট মন্তব্য ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। যদিও কোথাও তিনি কারও নাম নেননি।

এদিন সকালে টুইটার একটি পোস্ট করেন সৌরভ। সেখানে তিনি লেখেন, “একজনের জীবনে কোচ তাৎপর্যপূর্ণ। তাঁদের পরামর্শ এবং অক্লান্ত পরিশ্রম মাঠ এবং মাঠের বাইরে যে কোনও মানুষের ভবিষ্যৎ গড়ে দেয়। তাই কোচ এবং প্রতিষ্ঠান ভেবেচিন্তে বেছে নিন।“ দিল্লি ক্যাপিটালসের মেন্টরের এই পোস্টের পরই নতুন জল্পনা শুরু হয়েছে ক্রিকেটমহলে।

যদিও তাঁর এই পোস্টে কোথাও ক্রিকেট বা ভারতীয় জাতীয় দলের উল্লেখ নেই। কিন্তু এমন একটি সময়ে এই পোস্ট করেছেন যখন ভারতীয় ক্রিকেট দলের জন্য কোচ বাছাই করার কাজ চলছে।আর এতেই প্রশ্ন উঠছে অনেক।

আরও পড়ুন- কলকাতাকে চ্যাম্পিয়ন করে নিজের পরবর্তী লক্ষ্যের কথা জানালেন গম্ভীর