লোকসভা নির্বাচনের শেষদিনের প্রচারে শেষলগ্নেও রোড শো-তে ঝড় তুললেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। আগেই জানিয়েছিলেন শেষদফা নির্বাচন পর্যন্ত থাকবেন নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে। তার মধ্যেও দলের অন্যান্য কেন্দ্রের প্রার্থীদের হয়ে প্রচার করেছেন। তবে, শেষদিন রোড শো করলেন নিজের কেন্দ্রেই। সকালে ফলতার পরে, বিকেলে মহেশতলা বিধানসভা কেন্দ্রের বাটা মোড় থেকে ডাকঘর পর্যন্ত রোড শো করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রথম দিনে যতটা উন্মাদনা দেখা গিয়েছিল প্রচারের শেষদিনে তা যেন আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। যতই রোড শো এগিয়েছে ততই বেড়েছে ভিড়। পথের দুধারে উপচে পড়ছে মানুষ।
রাজ্যের উত্তর থেকে দক্ষিণ- যেখানেই রোড শো করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সেখানেই রাস্তায় জনজোয়ার। শেষদিনেও তার ব্যতিক্রম হল না। বাটা মোড় থেকে ডাকঘর পর্যন্ত রাস্তা এদিন কার্যত চলে যায় তৃণমূলের দখলে। তৃণমূলের প্রতীক, ব্যানার, বেলুনে বর্ণাঢ্য রোড-শো-এ উচ্ছ্বিসত তৃণমূলের কর্মী-সর্মথকরা।
আরও খবর: BJP ক্ষমতায় আসছে না! মেগা পদযাত্রার শুরুতেই বিরাট মন্তব্য তৃণমূল সুপ্রিমোর
প্রায় ৩ মাস ধরে দলীয় প্রার্থীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণ জনসভা, রোড শো করছেন অভিষেক। ১ জুন শেষ দফায় ভোট তাঁর নিজের কেন্দ্রেও। এখানে জয়ের ব্যবধানের লক্ষ্যমাত্রা ৪ লক্ষ বেঁধে দিয়েছেন তিনি।