Thursday, August 28, 2025

শেষদিনের শেষলগ্নের প্রচারেও মহেশতলায় অভিষেকের রোড শো-এ উপচে পড়া ভিড়

Date:

লোকসভা নির্বাচনের শেষদিনের প্রচারে শেষলগ্নেও রোড শো-তে ঝড় তুললেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। আগেই জানিয়েছিলেন শেষদফা নির্বাচন পর্যন্ত থাকবেন নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে। তার মধ্যেও দলের অন্যান্য কেন্দ্রের প্রার্থীদের হয়ে প্রচার করেছেন। তবে, শেষদিন রোড শো করলেন নিজের কেন্দ্রেই। সকালে ফলতার পরে, বিকেলে মহেশতলা বিধানসভা কেন্দ্রের বাটা মোড় থেকে ডাকঘর পর্যন্ত রোড শো করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রথম দিনে যতটা উন্মাদনা দেখা গিয়েছিল প্রচারের শেষদিনে তা যেন আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। যতই রোড শো এগিয়েছে ততই বেড়েছে ভিড়। পথের দুধারে উপচে পড়ছে মানুষ।হুড খোলা গাড়িতে ব়্যালি করেন অভিষেক। অভিষেককে একঝলক দেখতে রাস্তার পাশাপাশি বাড়ির বারান্দা, ছাদেও ভিড়ে করেন স্থানীয়রা। দলের নেতা-কর্মী-সমর্থকদের পাশাপাশি উপস্থিত বিপুল সংখ্যক স্থানীয় মানুষ। হাত নেড়ে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদককে স্বাগত-অভিনন্দন জানান উপস্থিত জনতা। প্রত্যুত্তর দেন অভিষেক। হুড খোলা গাড়ি থেকে চেনা স্টাইলে গোলাপ ফুলের পাপড়ি উড়িয়ে দেন। উদ্বেল হয়ে ওঠে জনতা। জনসমুদ্রে ভেসে ব়্যালি করেন অভিষেক।

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ- যেখানেই রোড শো করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সেখানেই রাস্তায় জনজোয়ার। শেষদিনেও তার ব্যতিক্রম হল না।  বাটা মোড় থেকে ডাকঘর পর্যন্ত রাস্তা এদিন কার্যত চলে যায় তৃণমূলের দখলে। তৃণমূলের প্রতীক, ব্যানার, বেলুনে বর্ণাঢ্য রোড-শো-এ উচ্ছ্বিসত তৃণমূলের কর্মী-সর্মথকরা।

আরও খবর: BJP ক্ষমতায় আসছে না! মেগা পদযাত্রার শুরুতেই বিরাট মন্তব্য তৃণমূল সুপ্রিমোর

প্রায় ৩ মাস ধরে দলীয় প্রার্থীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণ জনসভা, রোড শো করছেন অভিষেক। ১ জুন শেষ দফায় ভোট তাঁর নিজের কেন্দ্রেও। এখানে জয়ের ব্যবধানের লক্ষ্যমাত্রা ৪ লক্ষ বেঁধে দিয়েছেন তিনি।







Related articles

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...
Exit mobile version