লোকসভা নির্বাচনের শেষদফা প্রচারের শেষলগ্নে ১২ কিলোমিটার পদযাত্রা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বেলা আড়াইটে নাগাদ সুকান্ত সেতুর চার মাথার মোড় থেকে পদযাত্রা শুরু করেন তৃণমূল (TMC) সভানেত্রী। আর মিছিল শুরুর আগে লোকসভা নির্বাচনের ফল নিয়ে বিরাট মন্তব্য করলেন তিনি। বলেন, ”যাদবপুর সব সময় পাশে থেকেছে। বিজেপি ক্ষমতায় আসছে না। এত মিথ্যা কথা বলা,আগে কোনও প্রধানমন্ত্রীকে দেখিনি।”
সুকান্ত সেতু থেকে গোপালনগর পর্যন্ত মিছিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১২ কিলোমিটার হাঁটছেন তিনি। সায়নী ঘোষ ও কলকাতা দক্ষিণের প্রার্থী মালা রায়ের সমর্থনই এই রোড শো। বালিগঞ্জ ফাঁড়ি হয়ে ল্যান্ডস ডাউনস সেখান থেকে পদ্মপুকুর, যদুবাবুর বাজার হয়ে হরিশ মুখোপাধ্যায় রোডে পৌঁছবে মিছিল। শেষ হবে গোপালনগর মোড়ে। রাস্তায় দুধারে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন। মমতাকে দেখে নমস্কার জানাচ্ছেন, হাত নাড়ছেন, কেউ কাছে এগিয়ে আসছেন একটা সেলফি নেওয়ার জন্য। কেউ কেউ অপেক্ষা করছেন ফুল হাতে। শিশুরাও মুখ্যমন্ত্রীকে দেখতে ভিড় জমিয়েছে। মিছিলে হাঁটতে হাঁটতে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন মমতা। শিশুদের কাছে টেনে আদর করছেন। অনেকের সঙ্গেই হাত মেলাচ্ছেন।
বর্ণাঢ্য পদযাত্রায় রয়েছে আদিবাসী নাচ, ধামসা মাদল, রঙিন বেলুন, পতাকা, লক্ষ্মীর ভাণ্ডার। সব মিলিয়ে লোকসভা নির্বাচনে শেষের আগে মেগা রোড শো-এর সাক্ষী মহানগর।