Sunday, August 24, 2025

BJP ক্ষমতায় আসছে না! মেগা পদযাত্রার শুরুতেই বিরাট মন্তব্য তৃণমূল সুপ্রিমোর

Date:

লোকসভা নির্বাচনের শেষদফা প্রচারের শেষলগ্নে ১২ কিলোমিটার পদযাত্রা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বেলা আড়াইটে নাগাদ সুকান্ত সেতুর চার মাথার মোড় থেকে পদযাত্রা শুরু করেন তৃণমূল (TMC) সভানেত্রী। আর মিছিল শুরুর আগে লোকসভা নির্বাচনের ফল নিয়ে বিরাট মন্তব্য করলেন তিনি। বলেন, ”যাদবপুর সব সময় পাশে থেকেছে। বিজেপি ক্ষমতায় আসছে না। এত মিথ্যা কথা বলা,আগে কোনও প্রধানমন্ত্রীকে দেখিনি।”এদিন বর্ণাঢ্য পদযাত্রা করছেন তৃণমূল সুপ্রিমো। শুরুতে সঙ্গে ছিলেন যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষ, কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্র, বৈশ্বানর চট্টোপাধ্যায়, দেবাশিস কুমার-সহ তৃণমূল নেতৃত্বে। পদযাত্র শুরুর আগে মাইকে হাতে তুলে নেম মমতা (Mamata Banerjee)। বলেন, ”সব ঠিক থাকলে, গণনা ঠিকমোত হলে, বিজেপি (BJP) ক্ষমতায় আসছে না। এত মিথ্যা কথা বলা,আগে কোনও প্রধানমন্ত্রীকে দেখিনি।” মোদিকে তীব্র কটাক্ষ করে তৃণমূল সভানেত্রী বলেন, ”চেয়ারের দাম আছে। চেয়ারকে কেয়ার করে না। আবার দেখবেন প্রচার শেষ হলেই কোথাও না কোথাও বসে পড়ে। ধ্যান করবেন করুন। তার জন্য ক্যামেরা নিয়ে যাবেন কেন? যা হয় মানুষের জন্য ভাল হয়। মোদি যাক দেশ থাক, মোদি যাক, সংবিধান থাক। ভাল থাকবেন, ১২ কিমি হাঁটতে হবে। আবার দেখা হবে।”

সুকান্ত সেতু থেকে গোপালনগর পর্যন্ত মিছিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১২ কিলোমিটার হাঁটছেন তিনি। সায়নী ঘোষ ও কলকাতা দক্ষিণের প্রার্থী মালা রায়ের সমর্থনই এই রোড শো। বালিগঞ্জ ফাঁড়ি হয়ে ল্যান্ডস ডাউনস সেখান থেকে পদ্মপুকুর, যদুবাবুর বাজার হয়ে হরিশ মুখোপাধ্যায় রোডে পৌঁছবে মিছিল। শেষ হবে গোপালনগর মোড়ে। রাস্তায় দুধারে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন। মমতাকে দেখে নমস্কার জানাচ্ছেন, হাত নাড়ছেন, কেউ কাছে এগিয়ে আসছেন একটা সেলফি নেওয়ার জন্য। কেউ কেউ অপেক্ষা করছেন ফুল হাতে। শিশুরাও মুখ্যমন্ত্রীকে দেখতে ভিড় জমিয়েছে। মিছিলে হাঁটতে হাঁটতে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন মমতা। শিশুদের কাছে টেনে আদর করছেন। অনেকের সঙ্গেই হাত মেলাচ্ছেন।

বর্ণাঢ্য পদযাত্রায় রয়েছে আদিবাসী নাচ, ধামসা মাদল, রঙিন বেলুন, পতাকা, লক্ষ্মীর ভাণ্ডার। সব মিলিয়ে লোকসভা নির্বাচনে শেষের আগে মেগা রোড শো-এর সাক্ষী মহানগর।







Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version