প্রাক বর্ষার বৃষ্টিতে দুর্ঘটনা বাঁকুড়ায় (Bankura)। রাজ্যজুড়ে একনাগাড়ে বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি চলছে। শুক্রবার ভোরের দিকেও ছবিটা না বদলানোয় বড়জোরার ঘুটঘুড়িয়া এলাকার দম্পতি বৃষ্টি মাথায় নিয়ে জমিতে গিয়েছিলেন ফসল তুলতে। অতি বৃষ্টিতে ফসলের ক্ষতি হলে জীবন জীবিকা বিপর্যস্ত হবে এই আশঙ্কায় বিপদ মাথায় নিয়ে মাঠে গেছিলেন। কিন্তু আর ফেরা হলো না। নীরোদ সাঁতরা ও রানি সাঁতরা (Nirod Santra & Rani Santra) ভেবেছিলেন ভেন্ডি তুলেই চলে আসবেন কিন্তু বজ্রাঘাতে মৃত্যু হল দম্পতির (Died in lightning)।

বাংলার অন্যান্য জেলার মতোই বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি চলছে বাঁকুড়াতেও। শুক্রবার সকালেও মুষলধারে বৃষ্টি হয়। ঘুটঘুড়িয়া গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রামের বাসিন্দা সাঁতরা দম্পতি যখন জমিতে ফসল তুলতে চান তখন প্রচন্ড বাজ পড়ছিল। স্থানীয়রা বলছেন নীরোদ হয়তো ভেবেছিলেন কয়েক মুহূর্তের মধ্যে কাজ সেরে ফিরে আসতে পারবেন। কিন্তু আচমকাই বাজ পড়ার দুজনেই ছিটকে পড়ে যান জমির মধ্যেই। বৃষ্টি থামলে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান তাঁদের। এরপর চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায় (Alok Mukherjee, TMC MLA)।
