Saturday, August 23, 2025

মালদহের আদিবাসী গ্রামে কুসংস্কারের ছায়া! ‘ডাইনি’ অপবাদে নিগৃহীত মহিলা

Date:

গ্রামের অসুস্থ পঞ্চায়েত সদস্যার রোগ নিরাময় না হওয়ায় ‘ডাইনি’ অপবাদ দিয়ে এক মহিলাকে নিগ্রহের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভাবুক গ্রামে (Bhabuk village, Maldah)। শুধু তাই নয়, গুণিনের কাছে নিয়ে গিয়ে জোর করে “ডাইনি” বলে স্বীকার করতে বাধ্য করা হয় মহিলাকে বলে অভিযোগ। পরবর্তীতে সেই গুণিনকে গ্রেফতার করেছে পুলিশ (Maldah Police)। মালদহের আদিবাসী গ্রামের এই ঘটনাকে ঘিরে চারিদিকে শোরগোল পড়ে গেছে। ২০২৪ সালে দাঁড়িয়েও মানুষ এখনও কতটা কুসংস্কারে আচ্ছন্ন হয়ে রয়েছেন এটা যেন তার জলজ্যান্ত প্রমাণ বলছেন মনস্তাত্ত্বিকরা।

স্থানীয় সূত্রে জানা যায় ডাইনি অপবাদ দিয়ে নিরীহ ওই মহিলাকে মারধর করা হয়। তাঁর দুই কানে লোহার শিকের খোঁচা দেয় গুণিন৷ এরপরেই পঞ্চায়েত সদস্যার স্বামী ও গ্রামের কিছু লোকজন ওই মহিলার উপর চড়াও হয়। এমনকি তাঁর মেয়েদের সামনেই চলে শারীরিক অত্যাচার ও হেনস্থা। ঘটনার কথা চাউর হওয়ার পর ভাবুক গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্যাতিতা ও তাঁর পরিবারের সদস্যদের উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন। অসুস্থ মহিলার চিকিৎসা করা হয় স্থানীয় গ্রামীণ হাসপাতালে। পরবর্তীতে ওই মহিলা পুলিশে অভিযোগ করতে গেলে প্রাথমিকভাবে বাধার সম্মুখীন হতে হয় বলেও স্থানীয়রা জানিয়েছেন। তবে গোটা ঘটনায় কার্যত মধ্যযুগীয় মানসিকতার যে পরিচয় মিলেছে তাতে অবাক বিজ্ঞানমনস্করা।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version