বিহারের পর ওড়িশা; তাপপ্রবাহে মৃত ১৪, মৃত্যু বাড়ার আশঙ্কা

মধ্য ওড়িশার সুন্দরগড়, ঝড়সুগুদা, বোলানগিরি, শোনপুর প্রভৃতি জেলায় শুক্রবার হলুদ সতর্কতা জারি হলেও শনি ও রবিবার জারি হয়েছে লাল সতর্কতা

উত্তর ভারত জুড়ে তাপপ্রবাহে এবার প্রকৃতির রোষে ওড়িশা (Odisha)। ভুবনেশ্বর আবহাওয়া দফতরের (Bhubaneshwar Meterological Department) পূর্বাভাস অনুযায়ী শনিবার পর্যন্ত জারি থাকবে এই তাপপ্রবাহ (heat wave)। আর তার মধ্যে বৃহস্পতিবারই মৃত্যু হল ১৪ জনের। সরকারি হিসাবে সরাসরি তাপপ্রবাহে মৃত্যু হয়েছে চারজনের। তাপপ্রবাহের কারণে হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৫০ জন।

বুধবার তাপপ্রবাহের জেরে প্রতিবেশি রাজ্য বিহারে একাধিক স্কুলে পড়ুয়াদের অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটে। যার জেরে জুন মাসের ৮ তারিখ পর্যন্ত স্কুল ছুটির ঘোষণা করা হয়েছে। গরমে মৃত্যু হয়েছে এক ভোটকর্মীরও। বিহারে এখনও পর্যন্ত সরকারি হিসাবে মৃত্যু হয়েছে ২৯ জনের। এরই মধ্যে তাপপ্রবাহে জেরবার আরও এক প্রতিবেশি রাজ্য ওড়িশা। মূলত মধ্য ওড়িশা, রাউরকেল্লা এলাকায় তাপপ্রবাহের জন্য শোচনীয় পরিস্থিতি। উপকূলীয় এলাকায় পরিস্থিতি অপেক্ষাকৃত সহনশীল পরিবেশ থাকার পূর্বাভাস রয়েছে শনিবার পর্যন্ত। ঝড়সুগুদায় সর্বোচ্চ ৪৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হয়।

মধ্য ওড়িশার সুন্দরগড়, ঝড়সুগুদা, বোলানগিরি, শোনপুর প্রভৃতি জেলায় শুক্রবার হলুদ সতর্কতা জারি হলেও শনি ও রবিবার জারি হয়েছে লাল সতর্কতা। অন্যদিকে বালেশ্বর, ভদ্রক, ঢেনকানল, খুর্দা প্রভৃতি এলাকায় ভ্যাপসা গরম পরিস্থিতি থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে রাউরকেল্লা (Rourkela) হাসপাতালে মৃত্যু হয়েছে ১০জনের। সুন্দরগড় জেলা হাসপাতালে মৃত্যু হয়েছে ৪ জনের। রাউরকেল্লার হাসপাতালে হিটস্ট্রোক নিয়ে ভর্তি ৪৪ জন।

রাউরকেল্লার অতিরিক্ত জেলা শাসক (ADM) আশুতোষ কুলকার্নি দাবি করেন, “চারজন রাউরকেল্লার হাসপাতালে তাপপ্রবাহের কারণে মারা যান। অন্তত ৫০ জন সরকারি হাসপাতালে ভর্তি গরম জনিত অসুস্থতা নিয়ে। আরও à§® জন মৃতকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, যাঁদের মৃত্যুর কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।”