Saturday, August 23, 2025

জলের জন্য লম্বা লাইন, শিলিগুড়ির একাধিক ওয়ার্ডে ট্যাঙ্ক পাঠাচ্ছে পুরসভা

Date:

পানীয় জলের সমস্যায় শিলিগুড়ি পুরসভা (Siliguri Municipal corporation)এলাকার বাসিন্দারা। আগামী রবিবার পর্যন্ত পুরসভার জলপানে নিষেধাজ্ঞা জারি করেছেন স্বয়ং মেয়র গৌতম দেব (Mayor Gautam Deb)। এরপর ই জলের পাউচ বিলি করা শুরু হয়ে যায়। কিন্তু এই গরমে প্রয়োজনে তুলনায় পর্যাপ্ত জল মিলছে না বলে অভিযোগ ওঠায় বিকল্প হিসেবে এবার বিভিন্ন ওয়ার্ডে ট্যাঙ্ক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন (Siliguri Municipal corporation)।

বৃহস্পতিবারের পর শুক্রবারও জলের কুপন নেওয়ার জন্য বিভিন্ন দোকানে ভিড় বাড়তে থাকে। সকাল থেকেই জলের পাউচ বিলি শুরু হয়েছে। যাদের জল কেনার সামর্থ্য নেই, পুরসভার জলের ট্যাঙ্কের জন্য তাঁরা অপেক্ষা করছেন। তিস্তা (Teesta) থেকে জল সরবরাহের সমস্যা হওয়ায় মহানন্দার জলকে পরিশ্রুত করে তা ব্যবহারের উপযোগী করে তোলার চেষ্টা হয়েছিল। কিন্তু সেই জলে দূষিত পদার্থ মেলায় এবং অক্সিজেন কম থাকায় তাতে নিষেধাজ্ঞা জারি করেছেন বিশেষজ্ঞরা। এরপরই এই জল সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নেয় শিলিগুড়ি পুরসভা। বিকল্প ব্যবস্থা করতে প্রাথমিকভাবে ২৬টি ট্যাঙ্ক পাঠানো হচ্ছে। মেয়র গৌতম দেব বলেন, ‘‘কোথাও যাতে জলের কালোবাজারি না হয়, সে জন্য পুলিশকে জানানো হয়েছে। পুরসভাও নজরদারি রাখছে। পানীয় জলের ট্যাঙ্কি সব ওয়ার্ডের ভাগ করে পাঠানো হচ্ছে। বড় ওয়ার্ডে একাধিক গাড়ি পাঠানো হচ্ছে।’’ জনস্বাস্থ্য এবং কারিগরি দফতরের সাহায্য নিয়ে প্রতিদিন এক লক্ষ জলের পাউচের ব্যবস্থা করা হয়েছে। সেই মতো পাঁচটি বরোতে গড়ে ২০ হাজার করে প্রতিদিন পাউচ বিলি চলছে।


 

Related articles

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...
Exit mobile version