দলবদলে বড় চমক দিল ইস্টবেঙ্গল এফসি। সুত্রের খবর, ২০২৩-২৪ আইএসএলের সেরা গোলদাতা দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকে সই করিয়ে নিল লাল-হলুদ। জানা যাচ্ছে, গ্রিসের এই তারকা ফুটবলারের মেডিক্যাল রিপোর্ট দেখে সন্তুষ্ট ইস্টবেঙ্গল কর্তারা। আর তাই দিমিত্রিয়সের সঙ্গে চুক্তি সেরে ফেলল ইস্টবেঙ্গল। যদিও এই নিয়ে মুখ খোলেনি লাল-হলুদ।

কেরালা ব্লাস্টার্সের হয়ে গত মরশুমে খেলেছেন দিমিত্রিয়স। আইএসএল-এর সেরা ফুটবলার হয়েছিলেন এই স্ট্রাইকার। আর এবার তাঁকে দেখা যাবে লাল-হলুদ জার্সিতে। সরকারি ঘোষণা না হলেও, সূত্রের খবর, দিমিত্রিয়স সই করে ফেলেছেন লাল-হলুদে। দুবছরের জন্য ইস্টবেঙ্গলে আসবেন তিনি। গত আইএসএলে কেরালা ব্লাস্টার্সের জার্সিতে ১৭টি ম্যাচ থেকে ১৩ টি গোল করেছিলেন তিনি। আইএসএলের সেরা গোলদাতা হয়েছিলেন তিনি। জিতেছিলেন গোল্ডেন বুট। ইস্টবেঙ্গল তাঁকে এবার সই করানোর ক্ষেত্রে অনেকটাই এগিয়ে ছিল। তবে এক্ষেত্রে নিশ্চয়তা দেওয়া যাচ্ছিল না তাঁর চোটের কারণে। চোট থেকে সুস্থ না হলে দিমিত্রিয়সকে সই করানো হবে না বলেই জানিয়েছিল লাল-হলুদ টিম ম্যানেজেমেন্ট। অবশেষে শুক্রবার কর্তারা তাঁর চোটের বর্তমান অবস্থার ব্যাপারে জানতে পেরেছেন।


এবার শক্তিশালী দল তৈরি করতে মরিয়া ইস্টবেঙ্গল। রক্ষণে হিজাজি মাহেরের সঙ্গে চুক্তি বাড়িয়েছে ইস্টবেঙ্গল। সল ক্রেসপো, ক্লেটন সিলভার সঙ্গেও চুক্তি বাড়ানো হয়েছে। শুরু থেকেই গ্রিক এই স্ট্রাইকারকে সই করাতে ঝাঁপিয়েছিল ইস্টবেঙ্গল। লাল-হলুদে তাঁর আনুষ্ঠানিক সই হয়ে যাওয়ায় ক্লেইটন সিলভার সঙ্গে জুটি বাঁধবেন তিনি। দুই বিদেশি স্ট্রাইকারের পাশাপাশি মাদিয়া তালাল নীচ থেকে অপারেট করবেন। পাশাপাশি ডিফেন্ডার হিজাজি মাহেরের সঙ্গে আরও এক স্টপারকে সই করাতে চাইছে লাল-হলুদ। এখন দেখার কোন ডিফেন্ডারকে সই করায় ইস্টবেঙ্গল। তবে এবার যে যথেষ্ট ভাল দল গড়ছে ইস্টবেঙ্গল তা বলাই যায়।

আরও পড়ুন- ভক্তের অস্ত্রোপচার দায়িত্ব নিলেন মাহি, মন কেড়েছে নেটিজেনদের

