Sunday, November 2, 2025

সকাল থেকে সক্রিয় কমিশন, ভোট সপ্তমীতে রাজ্যে মোতায়েন ৯৬৭ কোম্পানি বাহিনী

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) অন্তিম পর্বে সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করতে তৎপর নির্বাচন কমিশন (Election Commission)। দেশের পাশাপাশি বাংলার নয় আসনে আজ হেভিওয়েটদের ভাগ্য পরীক্ষা। এদিন সকাল সাতটা থেকে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে।বৃষ্টিতে যাতে ভোট প্রক্রিয়া কোনরকম ভাবে বিঘ্নিত হতে না পারে তার সবরকম ব্যবস্থা করা হয়েছে। প্রতি কেন্দ্রে ভোটারদের জন্য পর্যাপ্ত ছাউনি, এমারজেন্সি লাইট, জেনারেটর, নীচু এলাকার থাকা ভোটকেন্দ্রগুলি থেকে জমা জল বের করার জন্য পাম্প মজুত রয়েছে। কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে কলকাতা পুলিশ কমিশনারেট (KP) এলাকাকে। এই এলাকার চার কেন্দ্রের জন্য মোট ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (CRPF) মোতায়েন করা হয়েছে। সঙ্গে রাজ্য পুলিশ (West Bengal Police) থাকছে ১১ হাজার ৩১২ জন এবং ৬০০ টি ক্যুইক রেসপন্স টিম (QRT)।

নির্বাচন কমিশন (EC) সূত্রে পাওয়া খবর অনুযায়ী, কলকাতা উত্তর কেন্দ্রে মোট ১ হাজার ৮৬৯ টি বুথে ৬৬.৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কলকাতা দক্ষিণ কেন্দ্রে ২ হাজার ৭৮ টি বুথের নিরাপত্তায় থাকছে ৮২.৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যাদবপুর কেন্দ্রের মোট ৯৪৩ টি বুথের জন্য থাকছে ৩৬.৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শুধু ভাঙরের জন্যই আলাদা করে ১৪ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে।বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় ৫৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশের তরফে ২ হাজার ৩৪ জন নিরাপত্তার দায়িত্বে থাকবেন। হাই ভোল্টেজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ১১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৩ হাজার ৯২৫ জন রাজ্য পুলিশ থাকছে। সুন্দরবন এলাকায় নির্বিঘ্নে ভোটসম্পন্ন করতে ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৩ হাজার ১৫৭ জন রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। এই এলাকায় বনকর্মীদের সচেতন থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং দুর্যোগ মোকাবেলার জন্য বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। বারাসতের জন্য ৮১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের ২৭১৬ জন থাকছেন। বারাকপুর পুলিশ জেলায় মোতায়েন করা হয়েছে ৮১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ২ হাজার ৬৬২ জন রাজ্য পুলিশ। এবারে বিশেষ নজর রয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রে। সন্দেশখালির কথা মাথায় রেখে এই কেন্দ্রে আজ সকাল থেকেই তৎপর কেন্দ্রীয় বাহিনী। ৩ হাজার ১২০ জন রাজ্য পুলিশ ও ১১৬ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হয়েছে।বারুইপুর পুলিশ জেলায় ১৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৪ হাজার ৩৬৬ জন রাজ্য পুলিশ টহলদারিতে রয়েছেন। নির্বাচন কমিশন জানিয়েছে যেকোনও বুথের বাইরের ঝামেলা মেটাতে নজিরবিহীনভাবে প্রায় ২ হাজার ক্যুইক রেসপন্স টিম সকাল থেকেই প্রস্তুত রয়েছে।


 

spot_img

Related articles

দমদমে গণধর্ষণ কাণ্ডে পুলিশের তৎপরতা, গ্রেফতার তিন অভিযুক্ত

দমদমে নাবালিকাকে গণধর্ষণের (Dumdum Gangrape case) ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়ে নজির গড়ল রাজ্য পুলিশ। অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার...

বাজিগরের সংলাপে রাহানের শুভেচ্ছা, শাহরুখের জন্মদিনে কী লিখলেন গম্ভীর?

ক্যালেন্ডারের পাতা বলছে রবিবার ২ নভেম্বর, বলিউড বাদশা কিং খানের জন্মদিন। শাহরুখ খান(Shahrukh Khan) শুধু বলিউডের সীমানায় নিজেকে...

প্রয়াত প্রাক্তন বিধায়ক মইনুল হক, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বঙ্গ তথা দেশের রাজনীতির এক মুনসিয়ানার অবসান। মুর্শিদাবাদের ফরাক্কার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল রাজ্য সহ-সভাপতি মইনুল হক (Mainul...

সীমানায় পুনর্বিন্যাস কলকাতার পাঁচটি থানার, আজ থেকে কার্যকর

শহরজুড়ে নতুন করে নিজেদের পরিধি পরিবর্তন করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কোন থানার গুরুত্ব বাড়ল, কার আবার কমল...