ডায়মন্ড হারবারে অশান্তি পাকানোর চেষ্টা পদ্মশিবিরের, ফলতায় বিজেপি প্রার্থীকে “গো-ব্যাক”

দেশের মধ্যে মডেল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সকাল থেকে গন্ডগোল পাকানোর চেষ্টা করে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। সাধারণ মানুষ বলছেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস (Abhijit Das) বিভিন্ন বুথে গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। নিজে প্রার্থী হওয়ার সুবিধা নিয়ে কখনও প্রিসাইডিং অফিসারের উপর চড়াও হচ্ছেন কখনও বা তাঁর লোকেদের দ্বারা আক্রান্ত হচ্ছেন তৃণমূলের পোলিং এজেন্টরা। এবার পাল্টা জবাব দিলেন স্থানীয় মানুষ। ফলতায় (Falta) ফতেপুর দিঘির কাছে পদ্ম প্রার্থী অভিজিতের গাড়ি পৌঁছতেই তাঁকে ঘিরে বিক্ষোভ সেখান এলাকাবাসী। প্রার্থীর গাড়ি আটকে সরাসরি তাঁর কাছে কেন্দ্রীয় বঞ্চনার টাকা নিয়ে জবাবদিহি চাওয়া হয়।

রাজ্যজুড়ে সপ্তম তথা শেষ দফার লোকসভা নির্বাচনে প্রবল উৎসাহের সঙ্গে ভোট দিচ্ছেন বাংলার মানুষ। যদিও অভিযোগ, কখনও ভাঙ্গড়, বারুইপুর আবার কখনও বরানগরে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি করে চলেছে আইএসএফ এবং সিপিআইএমের কর্মী সমর্থকেরা। এর মাঝেই খবরে ভেসে থাকার জন্য ডায়মন্ড হারবারে গন্ডগোল পাকানোর চেষ্টা করলেন বিজেপি প্রার্থী। অভিজিৎ দাস তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে লড়াই করছেন। এই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের জোয়ার এতটাই বেশি যে সাধারণ মানুষ ঘাসফুল শিবিরের পাশে দাঁড়িয়ে বিজেপি প্রার্থীর কাছে বাংলার বকেয়া টাকা নিয়ে বিক্ষোভ দেখালেন আজও। তাঁদের সরাসরি প্রশ্ন, কেন বিপদের দিনে কোনও পদ্ম নেতাকে পাশে দাঁড়াতে দেখা যায় না? বিজেপি সরকার বাংলার মানুষের প্রাপ্য ১০০ দিনের টাকা, আবাস যোজনা টাকা কেন আটকে রেখেছে? এরপরই অভিজিৎ দাসকে “গো ব্যাক” স্লোগান দেওয়া হয়। চাপের মুখে পিছু হটতে বাধ্য হন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী।