সপ্তম দফায় ভোট দিলেন রাঘব-হরভজন- নাড্ডা, এক্স হ্যান্ডেলে পোস্ট মোদির

শেষ দফার নির্বাচনে ৭ রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট চলছে নির্বিঘ্নেই। আজ উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ১৩টি, বিহারের ৪০টির মধ্যে আটটি, ওড়িশায় ২১-এর মধ্যে ৬টি এবং ঝাড়খণ্ডের ১৪-র মধ্যে ৩টি আসনে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ চলছে। পাঞ্জাবের ১৩ এবং হিমাচলের ৪ লোকসভা কেন্দ্রের মধ্যে সবক’টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের একমাত্র আসনে ভোট হচ্ছে এই দফায়। সকাল সকাল ভোট দিলেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা(Raghav Chadda)। পাঞ্জাবের আনন্দপুর সাহিব লোকসভা কেন্দ্রের সাহেবজ়াদা অজিত সিং নগরে এদিন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেখা গেল তাঁকে।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা আপের রাজ্যসভার সাংসদ হরভজন সিং (Harbhajan Singh)থেকে শুরু করে হিমাচল প্রদেশের বিলাসপুরে ভোট দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda)- সকলেই সকাল সকাল ভোট দিলেন।হিমাচল প্রদেশের হামিরপুরের বিজেপি প্রার্থী অনুরাগ ঠাকুর সকালেই তাঁর বাবা (হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী) প্রেম কুমার ধুমালকে নিয়ে ভোট দেন। সাঙ্গরুর কেন্দ্রে সস্ত্রীক পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে ভোটের লাইনে দেখা গেল। এদিন স্ত্রী কন্যাকে নিয়ে আরজেডি নেতা লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav) পাটনায় ভোট দিলেন।

এদিন নরেন্দ্র মোদির (Narendra Modi) এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে লেখা হয় “আজ শেষ দফার লোকসভা নির্বাচন। আটটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৫৭টি কেন্দ্রে ভোট হচ্ছে। আমার আশা যুব সম্প্রদায় এবং মহিলা ভোটারেরা রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগ করবেন। চলুন, সবাই মিলে আমাদের গণতন্ত্রকে আরও সমৃদ্ধ এবং প্রতিনিধিত্বমূলক করে তুলি।” মোটের উপর দেশের সার্বিক ভোট আপাতত শান্তিপূর্ণভাবেই চলছে।