Tuesday, November 4, 2025

সপ্তম দফায় ভোট দিলেন রাঘব-হরভজন- নাড্ডা, এক্স হ্যান্ডেলে পোস্ট মোদির

Date:

Share post:

শেষ দফার নির্বাচনে ৭ রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট চলছে নির্বিঘ্নেই। আজ উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ১৩টি, বিহারের ৪০টির মধ্যে আটটি, ওড়িশায় ২১-এর মধ্যে ৬টি এবং ঝাড়খণ্ডের ১৪-র মধ্যে ৩টি আসনে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ চলছে। পাঞ্জাবের ১৩ এবং হিমাচলের ৪ লোকসভা কেন্দ্রের মধ্যে সবক’টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের একমাত্র আসনে ভোট হচ্ছে এই দফায়। সকাল সকাল ভোট দিলেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা(Raghav Chadda)। পাঞ্জাবের আনন্দপুর সাহিব লোকসভা কেন্দ্রের সাহেবজ়াদা অজিত সিং নগরে এদিন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেখা গেল তাঁকে।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা আপের রাজ্যসভার সাংসদ হরভজন সিং (Harbhajan Singh)থেকে শুরু করে হিমাচল প্রদেশের বিলাসপুরে ভোট দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda)- সকলেই সকাল সকাল ভোট দিলেন।হিমাচল প্রদেশের হামিরপুরের বিজেপি প্রার্থী অনুরাগ ঠাকুর সকালেই তাঁর বাবা (হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী) প্রেম কুমার ধুমালকে নিয়ে ভোট দেন। সাঙ্গরুর কেন্দ্রে সস্ত্রীক পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে ভোটের লাইনে দেখা গেল। এদিন স্ত্রী কন্যাকে নিয়ে আরজেডি নেতা লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav) পাটনায় ভোট দিলেন।

এদিন নরেন্দ্র মোদির (Narendra Modi) এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে লেখা হয় “আজ শেষ দফার লোকসভা নির্বাচন। আটটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৫৭টি কেন্দ্রে ভোট হচ্ছে। আমার আশা যুব সম্প্রদায় এবং মহিলা ভোটারেরা রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগ করবেন। চলুন, সবাই মিলে আমাদের গণতন্ত্রকে আরও সমৃদ্ধ এবং প্রতিনিধিত্বমূলক করে তুলি।” মোটের উপর দেশের সার্বিক ভোট আপাতত শান্তিপূর্ণভাবেই চলছে।



 

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...