Tuesday, November 4, 2025

“দেশে থাকার সবচেয়ে বড় অধিকার হারালাম”! ভোট দিতে না পেরে চরম ক্ষুব্ধ স্বস্তিকা

Date:

ভোটার তালিকা (Voter List) থেকে আচমকাই বাদ পড়ল নাম! ভোট দিতে গিয়ে বুথ থেকেই ফিরে আসতে বাধ্য হলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। অভিযোগ, শনিবার শেষ দফার লোকসভা ভোটে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গেলেই বাধে বিপত্তি। বুথে যেতেই অভিনেত্রী জানতে পারেন তাঁর নাম আচমকা ভোটার তালিকা (Voter List) থেকে বাদ গিয়েছে। কিন্তু কীভাবে এমনটা হল এদিন সাংবাদিকরা অভিনেত্রীকে প্রশ্ন করলে তিনি সাফ জানিয়েছেন, এই বিষয়ে তাঁর কিছুই জানা নেই।

শনিবার নিজের বোনের সঙ্গে গলফগার্ডেন এলাকায় রাজেন্দ্র প্রসাদ কলোনি গার্লস স্কুলের বুথে ভোট দিতে যান স্বস্তিকা। তবে ভোট দিতে গিয়ে জানতে পারেন শুধু তিনি নিজেই নন তাঁর বোন অজপা মুখোপাধ্যায়েরও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে। ফলে দুই বোনকেই ভোট না দিয়ে ফিরে আসতে হয়। আর ভোট দিতে না পেরে বাড়ি ফিরেই পুরো ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন স্বস্তিকা। তাঁর কথায়, অত্যন্ত হতাশাজনক বিষয়। আমরা আগেও ভোট দিয়েছি। আজ আমি আর আমার বোন ভোট দিতে গিয়ে জানতে পারলাম আমাদের নাম বাদ পড়েছে। আমার ভোটার কার্ড হারিয়ে গেছে। বোনের ভোটার কার্ড আছে। কিন্তু তা সত্ত্বেও কীভাবে ওর নাম লিস্ট থেকে উড়ে গেছে জানিনা। তবে এখানেই শেষ নয়, ক্ষোভ উগরে এদিন স্বস্তিকা মনে করিয়ে দেন, তাঁদের মা-বাবা অনেক বছর প্রয়াত। তারপরেও তাঁদের নাম রয়েছে।

স্বস্তিকার দাবি, যারা ভোট দিতে চায় এমন অনেক তরুণ-তরুণীদের নাম নাকি ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে ফোনে জানিয়েছেন স্বস্তিকা। কিন্তু শেষ মুহূর্তে ভোটার তালিকায় নাম নেই জানতে পারায় আর কিছুই করার উপায় ছিল না। স্বস্তিকার বক্তব্য, “দেশে থাকার সবচেয়ে বড় অধিকার হারালাম”।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version