Friday, November 7, 2025

আজ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, রিয়ালের মুখোমুখি বরুসিয়া

Date:

আজ রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সারপ্রাইজ প্যাকেজ বরুসিয়া ডর্টমুন্ড। সবচেয়ে কঠিন গ্রুপ থেকে পিএসজি, অ্যাটলেটিকো মাদ্রিদ, পিএসভি আইন্দহোভেনের মতো দলগুলোকে পিছনে ফেলে ইউরোপ সেরার খেতাবি লড়াইয়ে নামছে জার্মান জায়ান্টরা। শনিবার রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ আবার চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। জুড বেলিংহ্যাম, ভিনিসিয়াস জুনিয়রদের সামনে ত্রিমুকুট জয়ের হাতছানি।

চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল সংখ্যাটা ১৫ করার জন্য মুখিয়ে রয়েছে। চলতি প্রতিযোগিতায় এবার ১২ ম্যাচেই অপরাজিত রয়েছে কার্লো আনচেলোত্তির দল। অন্যদিকে, ম্যাট হুমেলস, জডন সাঞ্চোদের ডর্টমুন্ড ইউরোপীয় প্রতিযোগিতায় শেষ ১১ ম্যাচের মধ্যে মাত্র একটিতেই হারের মুখ দেখেছে। তার মধ্যে ছ’টি ম্যাচেই কোনও গোল না হজম করে ক্লিন-শিট রাখতে সক্ষম হয়েছে এডিন তারজিকের দল। তাই শনিবারের রাতের ওয়েম্বলিতে রিয়ালের কঠিন বাধা টপকে ডর্টমুন্ড ইতিহাস লিখতে পারে কি না, সে দিকে নজর থাকবে ফুটবল দুনিয়ার।

রিয়ালের জার্সিতে চলতি মরশুমে দুরন্ত ছন্দে রয়েছেন ভিনিসিয়াস। ব্রাজিলীয় এই ফরোয়ার্ড এখনও পর্যন্ত ৩৮ ম্যাচ খেলে করেছেন ২৩ গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১ গোল। রিয়ালকে স্প্যানিশ সুপার কাপ ও লা লিগা চ্যাম্পিয়ন করাতে বড় ভূমিকা নিয়েছেন। এই বছর ব্যালন ডি’অর জয়ের দৌড়ে তিনিই এগিয়ে থাকবেন। সেই ভিনি মেগা ফাইনালের আগে জানিয়েছেন, ব্যালন নয়, চ্যাম্পিয়ন্স লিগ জেতাই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।

রিয়াল কোচ আনচেলোত্তি জার্মান প্রতিপক্ষকে প্রচণ্ড সমীহ করছেন। তিনি বলেছেন, ‘‘আমাদের কাজটা সহজ নয়। ৯০ মিনিটে ম্যাচ বের করতে হলে একই গতিতে খেলতে হবে।’’

আরও পড়ুন- সুনীলের বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখতে চান গুরপ্রীত


Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...
Exit mobile version