রবিবাসরীয় সকাল থেকে ১৪৪ ধারা সন্দেশখালির বিস্তীর্ণ এলাকায়!

ভোট মিটলেও এখনও ফল ঘোষণা বাকি। তার আগে থেকেই উত্তপ্ত হয়েছে উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালির অন্তর্গত ন্যাজাট থানা (Najat Police Station) এলাকার বিস্তীর্ণ অঞ্চল। আগামী মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফল (Loksabha Election Result) ঘোষণা হবে। তার আগে যাতে আর কোনও সংঘর্ষ, অশান্তি না হয় সেই কথা মাথায় রেখে ২ জুন সকাল ছটা থেকে আটচল্লিশ ঘণ্টার জন্য সন্দেশখালির (Sandeshkhali) বিভিন্ন জায়গায় ১৪৪ ধারা জারি করেছে পুলিশ প্রশাসন।

শনিবার শেষ দফা নির্বাচনে বার বার উত্তপ্ত হয়েছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। কখনও দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, কখনও আবার ভোটকেন্দ্রে ভাঙচুর, রাস্তা অবরোধের ঘটনা সামনে এসেছে। নির্বাচন চলাকালীন আগরহাটি গ্রাম পঞ্চায়েত এলাকার একটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সামনে তৃণমূল ক্যাম্প অফিসে প্রাক্তন অঞ্চল সভাপতি ধনা শেখ এবং কর্মীদের উপর চড়াও হয় বিজেপি। বাঁশের আঘাতে মাথা ফেটে যায় ধনার। তাঁকে বাঁচাতে এলে জখম হন পঙ্কজ মণ্ডল। পুলিশ আসতেই এলাকা ছাড়ে বিজেপির দলবল বলে অভিযোগ। এই ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্টও তলব করেছেন রাজ্যপাল (CV Anand Bose)। শনিবার রাতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছে পুলিশ। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বয়ারমারি, রাজবাড়ি, মঠবাড়ি সরবেরিয়ায় আগামী ৪ জুন পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সন্দেশখালির একাধিক এলাকায় ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের আজ বসিরহাট আদালতে (Basirhat District court) পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।


 

Previous articleপাঞ্জাবে ভয়াবহ রেল দুর্ঘটনা, দুই মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ২
Next articleছেলেকে বাঁচাতে মায়ের রক্ত পরীক্ষা? পুনের পোর্সে ‘খুনে’ খুলছে জট