Monday, August 11, 2025

অমিত মালব্যর ‘মৃত’ কর্মীই জীবিত! বাংলাকে বদনামের পর্দাফাঁস

Date:

Share post:

যে কোনওভাবে বাংলাকে গোটা দেশের কাছে ছোট করার যে পণ বিজেপি লোকসভা নির্বাচনের আগে থেকে নিয়েছে, সপ্তম দফার নির্বাচনেও তার ব্যতিক্রম হয়নি। সপ্তম দফার নির্বাচনে যে বিজেপি কর্মী মৃত বলে ঘটা করে প্রকাশ করেছেন বিজেপি আইটি সেল প্রধান অমিত মালব্য, তিনি যে হাসপাতালে চিকিৎসাধীন তা তারই নিজের বার্তা সহ প্রমাণ করে দিল তৃণমূল। গোটা দেশে একটি মাত্র রাজনৈতিক খুনের ঘটনা বাংলায় ঘটেছে, বলে মালব্য যে আদতে বদনাম করতে চেয়েছিলেন বাংলাকে, তা আবারও প্রমাণিত হল এই ঘটনায়।

শনিবার লোকসভা নির্বাচনের শেষ দফায় বারবার আইন শৃঙ্খলা রক্ষা করতে যাওয়া পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় সন্দেশখালির বিজেপি কর্মীরা। কখনও অভিযুক্তকে গ্রেফতার করতে গেলে বাধা দেওয়া, কখনও পুলিশের উপর পাথর ছোঁড়া, আর শেষমেশ বাসন্তী হাইওয়ে আটকে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, কিছুই বাকি রাখেনি সন্দেশখালির বিজেপি কর্মীরা। ঘটনায় বেশ কিছু বিজেপি ও তৃণমূল কর্মী, এমনকি সাধারণ মহিলাও আহত হন। এরপরই অমিত মালব্য মাঠে নামেন। এই সংঘর্ষের ঘটনাকে তুলে ধরে গোপিনাথ সরদার ওরফে ছোটন সরদারের মৃত্যুর খবর রটিয়ে দেন সোশ্যাল মিডিয়ায়।

কিছু মিডিয়া সেই সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে বড় বড় করে খবর করে বাংলাকে বদনাম করতেও সময় নেয়নি। কিন্তু আসল সত্য কেউ পরখ করে দেখেনি। রবিবার দেখা যায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি কর্মী ছোটন সরদার। তিনি নিজেই জানান তিনি হাসপাতালে চিকিৎসাধীন, এখন অনেকটা সুস্থ বোধও করছেন। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে পাল্টা সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেন, “বাংলায় আসন্ন পরাজয়ের ভয়ে বিজেপি মরিয়া হয়ে উঠেছে। ভুল খবর ছড়ানোর এটা একটা সম্পূর্ণ নতুন ও অত্যন্ত নিম্নমানের ধাপ।”

spot_img

Related articles

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণে ফের খারাপ আবহাওয়ার পূর্বাভাস

শ্রাবণের শেষেও বর্ষা বাংলার উত্তর থেকে দক্ষিণ ভেজাতে কোনও কসুর করছে না। ফের একবার মৌসুমি অক্ষরেখার প্রভাবে শুধুমাত্র...

বাংলার প্রাপ্যর বেলায় লবডঙ্কা, ঢাক পেটাতে ৮৪ শতাংশ বরাদ্দ বৃদ্ধি কেন্দ্রের

বাংলার ন্যায্য প্রাপ্য দিতে গেলেই গায়ে জ্বর কেন্দ্রের মোদি সরকারের। অথচ রাশি রাশি টাকা প্রচারে খরচ করছেন প্রচারসর্বস্ব...

এশিয়া কাপে সূর্যকুমার এবং হার্দিককে নিয়ে বাড়ছে চিন্তা

এশিয়া কাপের (Asia Cup) সময় ক্রমশ এগিয়ে আসছে। আর সেখানেই ভারতের চিন্তা ক্রমশ বাড়ছে। এশিয়া কাপে ভারতীয় দলের...

ভয় পেয়ে মিথ্যাচার, কমিশনে যাওয়া হচ্ছে বলে সাংসদদের নিয়ে সোজা থানায় পুলিশ!

ভয় পেয়ে গেল কমিশন। বিরোধী সাংসদদের মুখোমুখি হয়ে চোখা চোখা প্রশ্ন সামাল দেওয়ার মতো মেরুদণ্ডে জোর নেই। তাই...