Sunday, August 24, 2025

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। শনিবার মধ্যরাতে বরুসিয়া ডর্টমুন্ডকে ০-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন্ন হলেন ভিনিসিয়াস জুনিয়ররা। রিয়ালের হয়ে দুটি গোল করেন ড্যানি কর্বাহলএবং ভিনি জুনিয়র। চ্যাম্পিয়ন্স লিগে ১৮ বার ফাইনালে উঠে নিজেদের ১৫তম ট্রফি জিতে নিল স্পেনের ক্লাব।

ম্যাচের প্রথমার্ধ যদি হয় বরুসিয়ার, তবে দ্বিতীয়ারর্ধ ছিল আনচেলোত্তির দলের। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল শুরু করে ডর্টমুন্ড। রক্ষণ জমাট রেখে আক্রমণে ওঠে তারা।একের পর এক আক্রমন চালায় তারা। ম্যাচের ১৪ মিনিটের মাথায় সুযোগ চলে আসে ডর্টমুন্ডের সামনে। তবে তা কাজে লাগাতে পারেনি তারা। ২১ মিনিটের মাথায় ফের সুযোগ চলে আসে ডর্টমুন্ডের সামনে। দু’মিনিট পরেই ফুলক্রুগের শট পোস্টে লেগে বেরিয়ে যায়। প্রথম ৩০ মিনিটে ডর্টমুন্ড ৩-০ এগিয়ে যেতে পারত।তবে গোলটাই তারা করতে পারেনি। প্রথমার্ধ থাকে গোলশূন্য।

তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় রিয়াল। ৪৮ মিনিটের মাথায় বক্সের বাইরে ভিনিসিয়াসকে ফাউল করায় ফ্রি কিক পায় রিয়াল। টনি ক্রুজের বাঁক খাওয়ানো শট ডান দিকে ঝাঁপিয়ে বাঁচান কোবেল।এরপর একের পর এক চালায় আনচেলোত্তির দল । যার ফলে ম্যাচের ৭৪ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় রিয়াল। রিয়ালের হয়ে ১-০ করেন কর্বাহল। ম্যাচের ৮৩ মিনিটে রিয়ালের হয়ে ২-০ করেন ভিনিসিয়াস। ম্যাটসনের ভুলে বল পেয়ে যান বেলিংহ্যাম। তিনি পাস বাড়ান ভিনিসিয়াসকে। ঠান্ডা মাথায় গোল করেন ব্রাজিলীয় ফুটবলার।ম্যাচের ৮৭ মিনিটে ডর্টমুন্ডের হয়ে হেডে ফুলক্রুগ গোল করলেও অফসাইডে তা বাতিল হয়।

আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ


Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version