তেরঙা নিয়ে নাচতে নাচতে হৃদরোগে আক্রান্ত প্রাক্তন সেনা জওয়ান, মৃত্যুর পরেও হাততালি দর্শকদের!

দেশাত্মবোধক গানে সেনার পোশাক পরে এক হাতে তেরঙা নিয়ে নাচছিলেন প্রাক্তন সেনা জওয়ান। হঠাৎ নাচতে নাচতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৭৩ বছরের সেই জওয়ান। কিন্তু দর্শকেরা তাঁর নাচে এতই মুগ্ধ হয়েছিলেন যে, বুঝতেই পারেননি তিনি অসুস্থ হয়ে পড়েছেন। মঞ্চেই মৃত্যু হয় ওই প্রাক্তন সেনা জওয়ান। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরালও হয়েছে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে, শুক্রবার ইন্দোরের একটি যোগব্যায়াম শিবিরে একটি দেশাত্মবোধক গানে নাচছিলেন অবসরপ্রাপ্ত সেনাকর্মী বলবীর সিং ছাবরা। দর্শকেরা তাঁর নাচে মুগ্ধ হতে হাততালিও দিচ্ছিলেন। কিন্তু মঞ্চে অনুষ্ঠান চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়ে শুয়ে পড়েন তিনি। কেউ বুঝতে পারেনি যে তিনি ইতিমধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, “ছাবরা হঠাৎ করে অচৈতন্য হয়ে পড়ে যান। প্রথমে আমরা ভেবেছিলাম সবটাই হয়তো অনুষ্ঠানের অংশ, কিন্তু তার পর যখন দেখলাম কিছুক্ষণ পরেও উনি উঠছেন না, তার পরে আমরা অবাক হয়ে যাই”।

মৃত সেনা জওয়ানের পুত্র জগজিৎ সিংহ জানিয়েছেন, তাঁর বাবা বেশ কয়েক বছর ধরে দেশাত্মবোধক গানে নাচের অনুষ্ঠান করে আসছেন, এছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গেও জড়িত ছিলেন। মত্যুর পরে সেনা জওয়ানের অঙ্গদান করা হয়েছে বলে জানিয়েছেন পুত্র জগজিৎ সিংহ।

আরও পড়ুন- অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধে কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের, আসছে নতুন পলিসি